TRENDING:

Gaurav and Ridhima : স্ত্রী ঋদ্ধিমার সঙ্গে লাভাপ্রান্তরে, গৃহবন্দি জীবনে আফ্রিকান সাফারির দিনে ফিরলেন তারকা

Last Updated:

স্ত্রী ঋদ্ধিমাকে নিয়ে প্রায়ই বেড়াতে যান গৌরব ৷ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খুবই পছন্দের এই ভ্রমণরসিক তারকা জুটির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : গৃহবন্দি জীবনে গৌরব চক্রবর্তী ফিরে গেলেন আফ্রিকান সাফারির দিনে ৷ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে তিনি পোস্ট করেছেন সস্ত্রীক আফ্রিকা অভিযানের ছবি ৷
advertisement

স্ত্রী ঋদ্ধিমাকে নিয়ে প্রায়ই বেড়াতে যান গৌরব ৷ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খুবই পছন্দের এই ভ্রমণরসিক তারকা জুটির ৷ ২০১৮ সালে তাঁরা গিয়েছিলেন কেনিয়ায় ৷ সেখানেই সাভো ওয়েস্ট জাতীয় উদ্যানের ছবি দিয়েছেন গৌরব ৷

ক্যাপশনে লিখেছেন, যে রুক্ষ প্রান্তরে ঋদ্ধিমাকে নিয়ে বসে আছেন, সেটা আসলে জমাট বাঁধা লাভা ৷ জাতীয় উদ্যানের চ্যুলু গেট থেকে ৪ কিমি পশ্চিমে, অ্যাম্বোসেলি যাওয়ার পথে রয়েছে ওই লাভাপ্রান্তর ৷ তার ভৌগোলিক ইতিবৃত্তান্তও দিয়েছেন অভিনেতা ৷ বলেছেন, কয়েকশো বছর আগে ওই লাভার স্রোত বেরিয়ে এসেছিল আগ্নেয়গিরি থেকে ৷ বর্তমানে চ্যুলু পাহাড়ের কাছে ৫০ বর্গকিমি সাভানা অরণ্য এলাকা আবৃত ওই জমাট বাঁধা লাভায় ৷

advertisement

বছর তিনেকের পুরনো এই ছবি দিয়ে গৌরব লিখেছেন প্রকৃতিকে ভালবাসার কথা ৷ তার যত্ন নেওয়ার কথা ৷ প্রসঙ্গত এ বছর, কোভিড-হানায় বিধ্বস্ত হয়েছে তাঁদের পরিবার ৷ এপ্রিল মাসের শেষে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন গৌরবের স্ত্রী ঋদ্ধিমার মা ৷ এর পর ঋদ্ধিমার বাবাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন করোনায় ৷ অন্যদিকে, দিল্লিতে কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হন গৌরবের দিদিমা, অভিনেত্রী মিঠু চক্রবর্তীর মা ৷ মে মাসের গোড়ায় করোনা থাবা বসায় গৌরব ও ঋদ্ধিমার উপরেও ৷ নিভৃতবাসে থেকে সুস্থ হন দম্পতি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পরিবারের উপর দিয়ে চলে যাওয়া এই ঝড়ের কথা ফেসবুকে লিখেছিলেন গৌরব ৷ তিনি এবং ঋদ্ধিমা দু’জনেই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং অনুরাগীদের কাছে জনপ্রিয় ৷ এই তারকা দম্পতিকে ফের জীবনের ছন্দে ফিরতে দেখে খুশি নেটিজেনরা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurav and Ridhima : স্ত্রী ঋদ্ধিমার সঙ্গে লাভাপ্রান্তরে, গৃহবন্দি জীবনে আফ্রিকান সাফারির দিনে ফিরলেন তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল