TRENDING:

Gangubai Kathiawadi : 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি'-তে আলিয়াকে দেখে অবাক ভিকি কৌশল! বাড়ি ফিরেই ছবির রিভিউ দিলেন

Last Updated:

Gangubai Kathiawadi : প্রিমিয়ারে এসে ছবি দেখেছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ছবিটি তাঁর কেমন লেগেছে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভিকি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবছরের বহু প্রতীক্ষীত ছবির মধ্যে অন্যতম সঞ্জয় লীলা বনসালির 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি' (Gangubai Kathiawadi)। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ২৩ ফেব্রুয়ারি ছিল এই ছবির প্রিমিয়ার। প্রিমিয়ার উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। প্রিমিয়ারে এসে ছবি দেখেছেন অভিনেতা ভিAlia Bhattকি কৌশল (Vicky Kaushal)। ছবিটি তাঁর কেমন লেগেছে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভিকি।
'গাঙ্গুবাই কাথিওয়াড়ি'-তে আলিয়াকে দেখে অবাক ভিকি কৌশল! বাড়ি ফিরেই রিভিউ ছবির দিলেন
'গাঙ্গুবাই কাথিওয়াড়ি'-তে আলিয়াকে দেখে অবাক ভিকি কৌশল! বাড়ি ফিরেই রিভিউ ছবির দিলেন
advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পোস্টার শেয়ার করেছেন ভিকি (Vicky Kaushal)। সেখানেই জানিয়েছেন ছবিটি (Gangubai Kathiawadi) তাঁর কেমন লেগেছে। ভিকি জানিয়েছেন তিনি ছবিটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বনসালিরও প্রশংসা করেছেন। ভিকি লিখেছেন, "সঞ্জয় লীলা বনসালি স্যর, ইউ আর এ মাস্টার। আর আলিয়া ভাট, আমি জানি না তোমার সম্পর্কে কী বলব। গাঙ্গু হিসেবে তুমি অসাধারণ। হ্যাটস অফ। সিনেমার বড় পর্দায় ম্যাজিক। কেউ মিস করবেন না।"

advertisement

প্রেক্ষাগৃহে গাঙ্গুবাই কাথিওয়াড়ি (Gangubai Kathiawadi) মুক্তি পাচ্ছে আগামিকাল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগণ, শান্তনু মাহেশ্বরী ও বিজয় রাজ। অজয় দেবগণকেও এক মাফিয়ার চরিত্রে দেখা যাবে। শান্তনু মাহেশ্বরীকে আলিয়ার (Alia Bhatt) প্রেমিকের চরিত্রে দেখা যাবে। ট্রেলারে দেখা গিয়েছে রামনিক লালের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখান থেকেই গঙ্গুবাইয়ের সঙ্গে তাঁর প্রেম জমে উঠবে। শান্তনু কলকাতার ছেলে। ২০১২ সালে যখন আলিয়ার প্রথম ছবি মুক্তি পায়। সে সময়ে ধারাবাহিকে অভিনয় করছিলেন শান্তনু।

advertisement

আরও পড়ুন-- শরীরী হিল্লোলে মুগ্ধ করেছেন! ফ্যাশনিস্তা হিসেবে হাজির নোরা ফাতেহি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বনসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gangubai Kathiawadi : 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি'-তে আলিয়াকে দেখে অবাক ভিকি কৌশল! বাড়ি ফিরেই ছবির রিভিউ দিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল