মুম্বই পুলিশ জানিয়েছে, এদিন বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে ড্রাইভ করছিলেন অভিনেতা টাইগার স্রফ। দুপুর দুটোর পর বাড়ির বাইরে কেন বেরিয়ে ছিলেন, তার যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি তিনি। পুলিশ গাড়ি থামিয়ে টাইগার স্রফকে বাইরে ঘুরে বেড়ানোর কারণ জিজ্ঞাসা করেছিল। মুম্বই প্রশাসনের জারি করা বিধিনিষেধ অনুযায়ী, ওই সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কিন্তু টাইগার স্রফ ও দিশা পাটানি এদিন কোনও জরুরি কারণ ছাড়াই মুম্বইয়ের রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। সেই সময় ওই এলাকার একটি চেকপোষ্টে তাঁদের গাড়ি দাঁড় করায় পুলিশ। এর পরই টাইগার ও দিশাকে ওই সময় বাইরে বেরোনোর কারণ জিজ্ঞাসা করা হয়। কিন্তু তাঁরা যথাযথ কোনও কারণ জানাতে পারেনি। সেই সময় পুলিশ তাদের যেতে দেয়।
advertisement
মুম্বইয়ের একটি পত্রিকা জানিয়েছে, দিশা ও টাইগার জিমের পর গাড়ি নিয়ে ড্রাইভে বেরিয়ে ছিলেন। কিন্তু বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় পুলিশ তাঁদের গাড়ি আটকায়। জিজ্ঞাসাবাদের পর দুজনকে ছেড়ে দিয়েছিল পুলি।শ কিন্তু পরবর্তীতে মুম্বই পুলিশ তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।