TRENDING:

2.0 movie review: গ্রাফিক্সকেও একহাত নিলেন রজনীকান্ত, ঠাঁই পেলেন না অক্ষয়ও !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রজনীকান্ত যেখানে ভয় নেই সেখানে ! আরে বাবা এ ভয় সে ভয় নয়, বক্স অফিসে ছবি হিট হবে না ফ্লপ, তা রজনী কখনও হিসেব করেছেন নাকি ? তাঁর একটাই হিসেবে, ছবি রিলিজের পর গোটা দেশ কতটা উত্তাল হল, আর কত জলদি ৩০০ কোটির ক্লাব ছাড়িয়ে আরও উপরে ব্যবসার অঙ্ক ! তবে এসব এখন সব পুরনো ৷ রজনীকান্তের নতুন ছবি 2.0 মুক্তি পেতেই হট্টোগোল শুরু ৷ বক্স অফিসে অ্যাডভান্স বুকিংয়ের ঝড় ৷ ইতিমধ্যেই হাউজফুলের পর হাউজফুল সব কটি শো ! তা নতুন ছবিতে এবার কী নতুন ম্যাজিক করলেন রজনীকান্ত ? ভিলেন হয়ে রজনীকান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে কী ধরে রাখতে পারলেন অক্ষয় কুমার ?

2.0

4/5
undefined undefined 29.11.2018|হিন্দি, তামিলNaN hrs NaN mins|সাই-ফাই
Starring:রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকশনDirector:শঙ্করMusic:এ আর রহমান
Watch Trailer
advertisement

ছবিটা কেমন ? ভালো নাকি খারাপ ? প্রথমেই বলে রাখা দরকার রজনীকান্তের ছবি মানেই গোটাটাই এন্টারটেনমেন্ট! আর এখানেও গোটা ব্যাপারটায় এন্টারটেনমেন্টই শেষ কথা ! তাই 2.0 দেখতে যাওয়া আগে পৃথিবীর সমস্ত লজিক, কারণ-কার্য সম্পর্ক বিসর্জন দিয়ে যাওয়াই ভালো ৷ কারণ, এই ছবি শুধু মুগ্ধ হয়ে গ্রাফিক্সের কারসাজি দেখার ছবি!

রজনী ও পরিচালক শঙ্কর, যখনই হাত মিলিয়েছেন, তখনই ভরপুর গ্রাফিক্স ও চূড়ান্ত বিনোদন উপহার দিয়েছেন ৷ 2.0 এর থেকে বঞ্চিত নয় ৷ তাই গল্প হিসেবে বা ছবির শৈলি হিসেবে নতুন কিছু দিতে পারে না 2.0 ৷ তবে রজনীর এই নতুন ছবিতে যা রয়েছে তা হল টানটান চিত্রনাট্য ৷ আর রজনীকান্ত ও অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয় !

advertisement

তাহলে কী দক্ষিণের থালাইভার পাশেও নিজেকে প্রমাণ করতে সচেষ্ট হয়েছেন অক্ষয় ? উত্তর, হ্যাঁ ! 2.0 ছবি যতটা রজনীর, ততটাই অক্ষয়ের ৷ আলাদা বলতে, একজন ছবির নায়ক, আরেকজন খলনায়ক ৷

ছবির প্রথমভাগ অবশ্য নিজের হাতের মুঠোয় রেখেছেন রজনীকান্ত ৷ তবে দ্বিতীয়ভাগ কিন্তু একেবারেই অক্ষয়ের৷ আর এই দ্বিতীয়ভাগেই নিজেকে উজাড় করে দিয়েছেন অক্ষয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

পরিচালক শঙ্করের ‘রোবোট’ ছবি যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় 2.0 ৷ বিজ্ঞানী ভাসিগরন, ‘এভিল চিট্টি’ ও ‘গুড চিট্টি’ এবং পক্ষীরাজা (অক্ষয়কুমার)-এর শক্তির লড়াই এই ছবির প্লট ! এই ছবিতে না রয়েছে কোনও ট্যুইস্ট, না রয়েছে কোনও সারপ্রাইজ ৷ তবুও গোটা আড়াই ঘণ্টার ছবিটি আপনি মুগ্ধ হয়ে দেখবেন গ্রাফিক্স ও রজনীকান্তের জন্যই ৷ যদি সমীকরণ মাপা যায়, তাহলে কিন্তু সত্যিই থালাইভার কাছে হেরে গিয়েছেন বলিউডের খিলাড়িকুমার ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
2.0 movie review: গ্রাফিক্সকেও একহাত নিলেন রজনীকান্ত, ঠাঁই পেলেন না অক্ষয়ও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল