খুব বেশি মাত্রায় নারী কেন্দ্রিক। জীবন সম্বন্ধে নারীদের অবাস্তব কল্পনা। সঙ্গে অগুনতি অশ্লীল দৃশ্য, গালিগালাজ। এই যুক্তিতে ' লিপস্টিক আন্ডার মাই বোরখা' নামে ছবিটির মুক্তি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত প্রকাশ ঝার প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহর মত শিল্পীরা। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বলিউড। তবে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি জানিয়েছেন, সিনেমাটি বোর্ডের ছাড়পত্র পায়নি ঠিকই, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে পালটা আবেদন করতেই পারেন নির্মাতারা।
advertisement
CBFC তরফে ছবিটির প্রোডাকশন হাউসে একটি চিঠি পাঠানো হয়েছিল যাতে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার কারণ জানানো হয়েছে৷
কঙ্কণা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত এই সিনেমাটির বিরুদ্ধে 'যৌন দৃশ্য', 'আপত্তিকর শব্দ' এবং 'অডিও পর্নোগ্রাফি'র 'অভিযোগে' জানানো হয়েছে ৷
অলংকৃত শ্রীবাস্তব পরিচালিত ও প্রকাশ ঝা-র প্রযোজনায় নির্মিত লিপস্টিক আন্ডার মাই বোরখা সিনেমাটি চারজন মহিলার জীবনের গল্প ৷ ছবিটি মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবি এবং টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া প্রাইজ পেয়েছে। নারীকেন্দ্রিক এই ছবিটিকে কেন ছাড়পত্র দিচ্ছে না সেন্সর বোর্ড তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷