খবর বলছে যে স্বপ্নিল এখন নিজের নতুন নাম রেখেছেন সাইশা! আমরাও তাঁকে এই নামেই সম্বোধন করব! সাইশার বক্তব্য- সমাজের এই রকম অন্য সদস্যদের মতো একটা সময়ে তাঁর ছোটবেলাও কেটেছে অপরিসীম একাকিত্বের ভিতর দিয়ে। সমাজ মেনে নিতে চায়নি তাঁর অন্তর্নিহিত নারীসত্ত্বাকে। তাই সাইশা নিজেও এক সময়ে ভাবতে শুরু করে দেন যে তিনি আদতে পুরুষ সমকামী!
advertisement
কিন্তু সময় যত এগোতে থাকে, একটু একটু করে ভুল ভেঙে যেতে থাকে সাইশার। সে কথা একটি দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্ট মারফত আমাদের জানাতে দ্বিধা করেননি তিনি। লিখেছেন, অবশেষে তাঁর সব দ্বিধা দূর হয়ে গিয়েছে। উপলব্ধি করতে পেরেছেন সাইশা- হৃদয়ের অন্তঃস্থল থেকে আসলে তিনি নারী ছাড়া অন্য কিছু নন। তাই সম্প্রতি ট্রান্সউওম্যান হিসেবে নিজেকে ঘোষণা করতে তাঁর আর কোনও সঙ্কোচ নেই। নতুন রূপে নিজের এক ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাইশা।
ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে বলিউডের সেলিব্রিটিরা তাঁকে স্বাগত জানিয়েছেন। সানি লিওন বিস্ময় প্রকাশ করে সাইশাকে জানিয়েছেন অনেক শুভেচ্ছা। আবার, অদিতি রাও হায়দারি, শিল্পা শিরোদকরের মতো নায়িকারাও তা লাইক করে নিজেদের সমর্থন জানিয়েছেন সাইশার সিদ্ধান্তকে।
ফ্যাশন ডিজাইনার তাঁর এই ছবির ক্যাপশন দিয়েছেন- সাইশা শাইনস! সন্দেহ নেই, নতুন রূপের আলোয় ঝলমলিয়ে উঠেছেন তিনি। আগামী দিনেও যে তাঁর ব্যক্তিত্ব দ্যুতি ছড়াবে, তা নিঃসন্দিগ্ধ হয়ে বলাই যায়!