সামাজিক মাধ্যমে ফরহা বিখ্যাত তাঁর রসবোধের জন্য ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ওটা সুন্দরী মনীষা কৈরালা এবং তাঁর সঙ্গে অবিশ্বাস্য রোগা মেয়েটি আমি, সঙ্গে ভিকি ওরফে বিক্রম চোপড়া ৷’’
এই ছবিতে ‘১৯৪২ : এ লভ স্টোরি’-র নায়ক অনিল কপূর অনুপস্থিত ঠিকই ৷ কিন্তু ফরাহর সামাজিক মাধ্যমে তিনি আছেন উজ্জ্বল উপস্থিতি নিয়েই ৷ কিছু দিন আগেই অনিল কপূরের ছোট মেয়ে রিয়ার বিয়ের ছবি শেয়ার করেছিলেন ফরাহ ৷ সেখানে অনিলের দুরন্ত নাচের ভিডিয়ো ধরা পড়ে ৷ কনের বাবাকে শুভেচ্ছাও জানান ফরাহ ৷
advertisement
মাসতুতো ভাই ফরহান আখতারের সঙ্গে ছোটবেলার ছবিও শেয়ার করেছেন ফরাহ ৷ সেখানে তিনি কোঁকড়া চুলের কিশোরী ৷ ভাইয়ের সঙ্গে নাচছেন ঘরোয়া অনুষ্ঠানে ৷
ছবির ক্যাপশনে ফরাহ লিখেছেন, ‘‘ইন্টারনেট, ওয়াইফাই এবং কম্পিউটারের আগে ছিল নাচ ৷ সেরা পারিবারিক বন্ধন ৷ আমার ফ্ল্যাশডান্স হেয়ারকাটে আমি নাচছি ফরহানের সঙ্গে ৷’’
নৃত্যরত ভাইবোনের পিছনে যে তাঁর মা ও অন্যান্য আত্মীয়া বসে আছেন, সেকথাও উল্লেখ করতে ভোলেননি ফরাহ ৷