TRENDING:

Divyanka Tripathi : ‘আপনি ওড়না নেন না কেন?’ ট্যুইটারের খোলা ময়দানে ট্রোলড নায়িকা

Last Updated:

সালোয়ার কামিজের সঙ্গে ওড়না নেই কেন? এই প্রশ্নের মুখে পড়তে হল অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীকে ৷ সঞ্চালক তথা অভিনেত্রীকে রীতিমতো ট্রোল করে এই প্রশ্ন করে বসেন এক ট্যুইটারেত্তি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই :  সালোয়ার কামিজের সঙ্গে ওড়না নেই কেন? এই প্রশ্নের মুখে পড়তে হল অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীকে ৷ সঞ্চালক তথা অভিনেত্রীকে রীতিমতো ট্রোল করে এই প্রশ্ন করে বসেন এক ট্যুইটারেত্তি ৷
advertisement

গত দু’ দশকেরও বেশি সময় ধরে দিব্যাঙ্কা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা ৷ ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’-এর তারকা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৷ শুটিং করছেন রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র ৷ সম্প্রতি তিনি ছোট পর্দায় ‘ক্রাইম প্যাট্রোল’ সঞ্চালনা করেছিলেন ৷ সে সময়েই এক নেটিজেন, জনৈক ঘনশ্যাম শর্মা প্রশ্ন করেন, ক্রাইম প্যাট্রোলের পর্ব সঞ্চালনার সময় তিনি পোশাকের সঙ্গে ওড়না নেন না কেন?

advertisement

প্রশ্নকর্তাকে মোক্ষম জবাব দিতেও ছাড়েননি স্পষ্টবক্তা দিব্যাঙ্কা ৷ ঘনশ্যামকে অভিনেত্রীর সপাট উত্তর, ‘যাতে আপনার মতো যাঁরা আছেন, তাঁরা ওড়নাহীন অবস্থায় থাকলেও মেয়েদের সম্মান করার অভ্যাস তৈরি করতে পারেন ৷ একজন মহিলা কী পরবেন, কী পরবেন না, সেটা ঠিক করার দায়িত্ব আপনাকে না নেওয়ার জন্য অনুরোধ করব ৷ বরং আপনি এবং অন্যান্যরা যেভাবে মেয়েদের দিকে তাকান, সেট পাল্টে ফেলুন ৷ আমার শরীর, আমার সম্মান, আমার ইচ্ছে ৷ আপনার ভদ্রতা, আপনার ইচ্ছে৷’

advertisement

একজন টুইটারেত্তি আবার সঙ্গে সঙ্গে সমর্থন করেছেন ঘনশ্যামকে ৷ তাঁর সাফাই, হয়তো দিব্যাঙ্কাকে ওড়না-সহ দেখতে পছন্দ করেন ঘনশ্যাম ৷ কিন্তু অভিনেত্রী ঘনশ্যামের চরিত্রের দিকে আঙুল তুলেছেন, সেটা পছন্দ হয়নি দ্বিতীয় নেটিজেনের ৷

advertisement

তাঁকেও উত্তর দিয়েছেন দিব্যাঙ্কা ৷ বলেছেন, ‘হ্যাঁ, সেটা সম্ভব ৷ তিনি যদি ভক্ত হন, তাহলে তাঁর পছন্দকে কুর্নিশ ৷ কিন্তু মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন করাটা অতীতের বিষয় ৷ আমরা বরং অভিনয়, বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, ভূগোল বা আরও অজস্র বিষয় নিয়ে আলোচনা কতে পারি ৷ সেগুলির তুলনায় ওড়না তো তুচ্ছ!’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

দিব্যাঙ্কা বরাবরই ভারতীয় পোশাকের ভক্ত ৷ শাড়ি বা সালোয়ার কুর্তার মতো পোশাকেই তাঁকে বেশি দেখা যায় ৷ সনাতনী পোশাকে তাঁকে দেখতেও লাগে কেতাদুরস্ত ৷ কিন্তু তার পরেও ট্রোলিংয়ের নিশানা হতে হয় ৷ তবে দিব্যাঙ্কাকে ট্রোল করে তীক্ষ্ণ উত্তরবাণ থেকে রেহাই পান না নেটিজেনরাও৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Divyanka Tripathi : ‘আপনি ওড়না নেন না কেন?’ ট্যুইটারের খোলা ময়দানে ট্রোলড নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল