TRENDING:

Divya Pahuja Murder case: খালের মধ‍্যে...মডেল হত‍্যাকাণ্ডে নতুন মোড়! ১১ দিন পর উদ্ধার দিব্যা পাহুজার দেহ

Last Updated:

হরিয়ানার তোহনা ফতেহাবাদে একটি খালে দিব্যার মৃতদেহ উদ্ধার করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিব্যা পাহুজা হত‍্যাকাণ্ডে নতুন মোড়। খুনের ১১ দিন পর উদ্ধার হল দিব‍্যার মৃতদেহ। হরিয়ানার তোহনা ফতেহাবাদে একটি খালে দিব্যার মৃতদেহ উদ্ধার করা হয়।
advertisement

হত‍্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তল্লাশি চালাচ্ছিল। অবশেষে ১১ দিন পর খোঁজ মিলল। গুরুগ্রাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে অভিযুক্তরা দিব্যা পাহুজাকে খুন করে তাঁর দেহ হরিয়ানার ফতেহাবাদ থেকে একটি খালে ফেলে দেয়। তবে, মর্মান্তিক এই হত‍্যাকাণ্ডের ক্রমশ রহস‍্য ঘনাচ্ছিল দিব‍্যার দেহকে ঘিরে।

দিব্যা পাহুজা গ্যাংস্টার সন্দীপ গাদোলির বান্ধবী ছিলেন এবং ২ জানুয়ারি খুন হন। এই ঘটনায় পুলিশ বলরাজ গিলকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, গুরুগ্রাম পুলিশ খাল থেকে দিব্যার দেহ উদ্ধার করে। পুলিশ গত ১১ দিন ধরে গ্যাংস্টার সন্দীপ গাদোলির বান্ধবী দিব্যার দেহ খুঁজতে ব্যস্ত ছিল।

advertisement

আরও পড়ুন: ‘জানি না কান্না থামিয়ে কীভাবে গাইব…’ প্রিয় রাশিদ ‘কাকুর’ চলে যাওয়ায় শোকস্তব্ধ কৌশিকী

এনডিআরএফ দল এবং হরিয়ানা ও পাঞ্জাবের পুলিশও দিব্যার মৃতদেহ অনুসন্ধানে জড়িত ছিল। বলরাজ পুলিশকে বলেছিলেন যে তিনিই দিব্যার মৃতদেহ ফেলে দিয়েছিলেন এবং তোহানা খালে ফেলে দিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংস্টার সন্দীপ গাদোলির বান্ধবী দিব্যাকে (২৭ বছর বয়সী) মঙ্গলবার পাঁচজন মিলে একটি হোটেলের ঘরে নিয়ে যায়। পুলিশের মতে, দিব্যাকে মাথায় গুলি করা হয়েছে কারণ তিনি হোটেল মালিককে ‘অশ্লীল ছবি’র জন্য ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে অর্থ আদায় করছিলেন।

advertisement

পুলিশ জানিয়েছে যে, সিসিটিভি ফুটেজে হোটেলের মালিক অভিজিৎ সিং (৫৬)-সহ সন্দেহভাজনদের দেখা গেছে, হোটেল সিটি পয়েন্টের লবি থেকে একটি নীল বিএমডব্লিউ গাড়িতে একটি সাদা চাদরে মোড়ানো তার দেহ টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, ফুটেজে অভিযুক্তকে দিব্যার দেহ ট্রাঙ্কে রেখে হোটেল থেকে গাড়িতে করে পালিয়ে যেতে দেখা যায়। একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন যে, অভিজিৎ হোটেল থেকে প্রায় এক কিলোমিটা দূরে বলরাজ গিল ওরফে হেমরাজের (২৮) কাছে গাড়িটি তুলে দিয়েছিলেন। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের পাতিয়ালার একটি বাসস্ট্যান্ডে বিএমডব্লিউ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Divya Pahuja Murder case: খালের মধ‍্যে...মডেল হত‍্যাকাণ্ডে নতুন মোড়! ১১ দিন পর উদ্ধার দিব্যা পাহুজার দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল