TRENDING:

বুকে এটা কী ট্যাটু করলেন শাহরুখ !

Last Updated:

‘ডন’ ছবির জন্য পনিটেল ৷ ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য এইট প্যাক অ্যাবস !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘ডন’ ছবির জন্য পনিটেল ৷ ‘হ্যাপি নিউ ইয়ার’-এর জন্য এইট প্যাক অ্যাবস ! ‘চক দে’ ছবিতে কাঁচা-পাকা দাড়ি ! ছবির জন্য শাহরুখ নিজের চেহারায় রদবদল করতে কখনই হন না পিছপা ৷ তবে এবার শুধু রদবদল নয়, গোটা একটা ট্যাটু আঁকিয়ে ফেললেন শাহরুখ খান !
advertisement

সম্প্রতি পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবির জন্য ইউরোপে উড়ে গিয়েছেন শাহরুখ খান ! আর এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে যে শাহরুখকে, তা কিছুদিন আগে শাহরুখ নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন ৷

অন্যদিকে বুধবার ট্যুইট করে অনুষ্কা জানিয়েছেন, ‘বহুদিন পর আমার প্রথম হিরোর সঙ্গে কাজ !’ ইমতিয়াজের এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মাকেও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিপছিপে চেহারা, পরনে ময়লা পোশাক, পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা
আরও দেখুন

গুঞ্জনে শোনা গিয়েছে এই ছবির নতুন লুকের জন্যই শাহরুখ এই ট্যাটু আঁকিয়েছেন বুকের ডানদিকে ৷ তবে ট্যাটু নিয়ে আপাতত শাহরুখ কিছু না বললেও, ট্যাটু কিন্তু নজর কেড়েছে সবার ! একেই বলে স্টাইলিশ বাদশাহ !

বাংলা খবর/ খবর/বিনোদন/
বুকে এটা কী ট্যাটু করলেন শাহরুখ !