তবে নিজে টিকা না নিলেও দেশের কোভিড পরিস্থিতি নিয়ে দিয়া সহমর্মী ৷ একটি পোস্টে তিনি বলেছেন, ‘‘আমাদের দেশের শিশুরা এই পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত৷ অনেকেই কোভিডে তাদের বাবা মাকে হারিয়েছে ৷’’ তিনি কিছু সংস্থার সন্ধানও দিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, যারা অনাথ শিশুদের দেখভাল করে ৷ পাশাপাশি, সামাজিক মাধ্যমে টিকার গুরুত্ব নিয়েও বলেছেন তিনি ৷ জোর দিয়েছেন ডবল মাস্ক পরা এবং বাড়িতে সুরক্ষিত থাকার উপর ৷
advertisement
এ বছর ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া ৷ সাহিল সঙ্ঘের সঙ্গে এগারো বছরের দাম্পত্যে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এটা দিয়ার দ্বিতীয় বিয়ে৷ এপ্রিল মাসে নায়িকা জানান, তিনি মা হতে চলেছেন ৷ ‘রহেনা হ্যায় তেরে দিল মেঁ-সহ বহু জনপ্রিয় ও বক্স অফিস সফল ছবির নায়িকা দিয়াকে শেষ বার দেখা গিয়েছে ‘থাপ্পড়’ ছবিতে ৷