TRENDING:

Dharmendra Death Condolence Prayer: নিঃশব্দেই হয়েছে শেষকৃত্য! 'বীরু'-কে 'অলবিদা' বলিউডের, মৃত্যুর ৩ দিন পর ধর্মেন্দ্রর স্মরণসভায় চাঁদের হাট

Last Updated:

Dharmendra Death Condolence Prayer: ২৪ নভেম্বর, বলিউডকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র৷ মৃত্যুর ৩ দিন পর অভিনেতার পরিবার তার স্মরণে মুম্বাইয়ে একটি প্রার্থনা সভার আয়োজন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র৷ ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেতা। দেওল পরিবার কোনও ধুমধাম ছাড়াই তাদের বাবাকে শান্তিপূর্ণভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। ঠিক তেমন ভাবেই নিঃশব্দেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার৷ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান এবং আমির খান-সহ অনেক সুপারস্টার তাদের শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে এসেছিলেন।
News18
News18
advertisement

মৃত্যুর ৩ দিন পর অভিনেতার পরিবার তার স্মরণে মুম্বাইয়ে একটি প্রার্থনা সভার আয়োজন করেছে। ধর্মেন্দ্রর প্রার্থনা সভা শুরু হওয়ার আগে, সেলিব্রিটিরা ইতিমধ্যেই দেওল পরিবারের বাড়িতে যেতে শুরু করেছেন। বৃহস্পতিবার বিকেলে, অজয় ​​দেবগন, হৃতিক রোশন, রাকেশ রোশন, রবি কিষাণ, আলিয়া ভাট এবং রণবীর কাপুর সহ বহু সেলিব্রিটি দেওল পরিবারের সঙ্গে দেখা করতে ধর্মেন্দ্রর বাড়িতে যান।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না

অনু মালিকের ভাই এবং অমল মালিকের কাকা আবু মালিকও উপস্থিত ছিলেন। তিনি বাড়ি ছেড়ে যাওয়ার আগে পরিবারের সঙ্গে প্রায় আধ ঘণ্টা সময় কাটান। দেওল পরিবার একটি প্রার্থনা সভার আয়োজন করেছে তিনি ধর্মেন্দ্রর মৃত্যু সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তাও পোস্ট করেছেন, এটিকে ‘জীবনের উদযাপন’ বলে অভিহিত করেছেন। তিনি আরও ঘোষণা করেছেন যে ২৭শে নভেম্বর বিকেল ৫:০০ টা থেকে ৭:৩০ টা পর্যন্ত একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত হচ্ছে। ই-টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, সোনু নিগম ধর্মেন্দ্রর স্মরণে তাঁর প্রতীকী গান পরিবেশন করবেন।

advertisement

আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ৯০ বছর বয়সে পা রাখতেন আর কয়েকদিন পর। ডিসেম্বরেই ছিল তাঁর জন্মদিন। বার্ধক্যজনিত জটিলতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাড়িতে ফিরে আসেন। তবে, তাঁর স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি শেষে নিজের বাড়িতেই ২৪শে নভেম্বর সকলকে কাঁদিয়ে চলে যান অভিনেতা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dharmendra Death Condolence Prayer: নিঃশব্দেই হয়েছে শেষকৃত্য! 'বীরু'-কে 'অলবিদা' বলিউডের, মৃত্যুর ৩ দিন পর ধর্মেন্দ্রর স্মরণসভায় চাঁদের হাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল