আরও পড়ুন: মনোজকে ‘গরিব দেখতে’, তাই কাজ করতে নাকচ করেন জুহি? গুঞ্জন নিয়ে মুখ খুলে কী বলেন নায়ক!
ঘটনাটি পোয়েস গার্ডেনে ঘটেছে। সেখানে যাত্রাকে একজন প্রশিক্ষকের সঙ্গে বাইক চালানো শিখতে দেখা গিয়েছে। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সরিয়ে দেওয়া হয়। বাইক চালানোর সময় যাত্রার একটি মাস্ক ছিল। পুলিশি তদন্তের পরে নিশ্চিত হয়েছে যে তিনি ধনুষ এবং ঐশ্বর্য রজনীকান্তের বড় ছেলে।
advertisement
যদিও ধনুষ এবং ঐশ্বর্য এখন আর এক ছাদের তলায় থাকেন না। কেবল নিজেদের ছেলেদের একসঙ্গে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালে দুই তারকাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। যদিও বিচ্ছেদের কারণ প্রকাশ করেননি, কেবল জানিয়েছেন, এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত ছিল। আলাদা হওয়া সত্ত্বেও, দু’জন তাঁদের বড় ছেলে যাত্রার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন।