১৪ অগাস্ট বক্স অফিসে আরও দুই যুযুধান পক্ষ আছে কিন্তু। যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার স্পাই ছবি ‘ওয়ার’-এর ছয় বছর পরে আসতে চলেছে এর সিক্যুয়েল ‘ওয়ার ২’। তাতে হৃতিক রোশনের সঙ্গে হাত মেলাতে চলেছেন জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী। অন্যদিকে বক্স অফিসে জোর টক্কর দিতে আসছে রজনীকান্তের ‘কুলি’। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল – একাধিক ভাষায় মুক্তি পেতে চলেছে দু’টি ছবিই। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিং রেকর্ড করেছে ‘কুলি’। সেই কারণে এটাই প্রথম তামিল ফিল্ম হতে চলেছে, যা উত্তর আমেরিকায় প্রিমিয়ার প্রি-সেলের নিরিখে ২ মিলিয়ন ডলার পার করে গিয়েছে। এমনিতে রজনীকান্তের ছবি মুক্তি মানেই তো উৎসব। এবারও তার ব্যতিক্রম হল না। এই ছবির জন্য কিছু ভারতীয় সংস্থা তো ডে-অফ ঘোষণা করেছে।
advertisement
কিন্তু এসবের থেকেও বাঙালির আজকের আগ্রহ কিন্তু ধূমকেতুকে নিয়েই। যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য হা-হুতাশ করতে হত, সেই বাংলার সিনেমারই একজুটি ছবি মুক্তির আগে দশ-দিশ কাঁপিয়ে দিয়েছে। ১০ বছর ধরে যে ছবির জন্য সমাজমাধ্যমে কুকথা শুনেছেন পরিচালক, সম্ভবত এই ছবিই হতে চলেছে তাঁর সবথেকে বড় বাণিজ্যিক সাফল্য। অগ্রিম বুকিংয়ে নিরিখে ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে এই ছবি। এখনও পর্যন্ত ছবির একশোটিরও বেশি শো প্রায় হাউজফুল। টলিউডে কোনও ছবির ক্ষেত্রে এমনটা হয়েছে? মনে হয় না। ‘ফিরব বললে, ফেরা যায়’ তাহলে? বাংলা ছবির ‘হল’ ফিরেছে এবার কি ‘হাল’ ফেরার পালা?