TRENDING:

Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব

Last Updated:

কয়েকদিন আগেই 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে৷ আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা৷

advertisement
কলকাতা: বাস্তবের নায়ক অসুস্থ৷ আর তাঁকে দেখতেই হাসপাতালে ছুটলেন পর্দার নায়ক৷ জলপাইগুড়ির ক্রান্তির বাসিন্দা অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুল হক হৃদযন্ত্রের সমস্যায় কলকাতার হাসপাতালে ভর্তি৷ সেই খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গেলেন অভিনেতা সাংসদ দেব৷
করিমুল হককে দেখতে হাসপাতালে দেব৷
করিমুল হককে দেখতে হাসপাতালে দেব৷
advertisement

প্রসঙ্গত, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করিমুল হকের জীবন কাহিনি বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা দেব৷ সেই ছবির নামও ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’৷ বড় পর্দায় করিমুলের চরিত্র ফুটিয়ে তুলবেন দেব৷ বায়োপিক তৈরির সূত্রেই করিমুলের সঙ্গে আগেই পরিচয় হয়েছিল তারকা অভিনেতার৷ তাই করিমুল অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি শুনেই তাঁকে দেখতে ছুটে যান অভিনেতা৷ সমাজমাধ্যমে সেই ছবি দিয়ে দেব লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন করিমদা৷ আপনার দ্রুত আরোগ্য কামনা করি৷ আপনিই আসল অ্যাম্বুল্যান্স দাদা৷

advertisement

হাসপাতালে দেবকে দেখে নিজের আনন্দ ধরে রাখতে পারেননি করিমুলও৷ গাল টিপে অভিনেতাকে বড় দাদার মতোই আদর করে দেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
সাফল্যের নাম সুলতানা, গ্রামের পথ থেকে উঠে আসা যোগাসনের রাণী, দেশকে এনে দিচ্ছেন গর্ব
আরও দেখুন

গত বুধবার জলপাইগুড়ির একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন করিমুল হক৷ প্রথমে জলপাইগুড়ির একটি নার্সিং হোম, তার পর শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় করিমূলকে৷ তাঁর হৃদযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়ে৷ এর পর চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়৷ কলকাতায় আনার পর করিমুলের বুকে পেসমেকার বসাতে হয়েছে৷ তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল