শুক্রবার দেব তাঁর আর প্রসেনজিতের একসঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘এমনি’। ছবিতে হাসিমুখে দেখা মেলে প্রসেনজিতের ছেলে তৃষাণজিতেরও। সেই ছবিই কিছু ক্ষণ পর শেয়ার করেন টালিগঞ্জের ‘ইন্ডাস্ট্রি’! দেবকে বলেন, ” “তুই এলি, কথা বললি, ভাল লাগল। নিজের খারাপ লাগাগুলো সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভাল থাক। আদর।”
advertisement
অভিযোগ উঠেছিল, দেব নাকি অপমান করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি এবং কমিটির সদস্য স্বরূপ বিশ্বাস, অভিনেতা-প্রযোজক জিৎ-সহ অনেককেই! অভিযোগ, দেব নাকি প্রসেনজিৎকে উদ্দেশ্য করে বলেন, “তুমি ‘পদ্মশ্রী টদ্মশ্রী’ পেয়েছ! তোমায় তো জায়গা ছেড়ে দিতেই হবে।” এখানেই শেষ নয়, অভিযোগ, দেব নাকি জিৎকে বলেছিলেন, “পুজোয় আসতে চাইলে এসো, তুমি-আমি বৈঠকে বসি। এর জন্য স্ক্রিনিং কমিটির মিটিংয়ের কী প্রয়োজন?” যদিও এই বক্তব্যের সবটাই কানাঘুষো শোনা গিয়েছিল। দেব, জিৎ বা প্রসেনজিৎ… কেউ-ই এই নিয়ে মুখ খুলেননি। মুখ খোলেননি কমিটির সভাপতি পিয়া সেনগুপ্তও।
জানা যায়, বুধবারের স্ক্রিনিং কমিটির বৈঠক ছিল তারকাখচিত। বৈঠকে প্রথম আসেন, তার পর দেব। বেশ কিছু দিন ধরেই টলিউডে গুঞ্জন চলছিল, অন্দরের কোন্দলের জেরে এই কমিটির ভবিষ্যৎ নাকি বিশ বাঁও জলে! সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে, এ দিন প্রকাশ্যে এল বাংলা ছবির প্রথম ছয়মাসের সিনে ক্যালেন্ডার। দেব-জিৎ ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের খ্যাতনামীরা। সভাপতিত্ব করেন পিয়া সেনগুপ্ত। ছিলেন স্বরূপ বিশ্বাস। সদ্য ‘পদ্মশ্রী’ সম্মাননা পেলেন প্রসেনজিৎ। এ দিন বৈঠক শুরুর আগে কমিটির তরফে সংবর্ধনা জানানো হয় তাঁকে।
