সোশ্যাল মাধ্যমে স্ক্রিনশট শেয়ার করে 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'-এর তরফে জানানো হয়েছে, " বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় "কিশমিশ" সিনেমার কাস্টিং নিয়ে অনেকে পোস্ট করছেন, আমরা আপনাদের জানাতে চাই এরূপ পোস্টগুলি সম্পূর্ণ মিথ্যে এবং আপনারা কেউ এই মিথ্যে ফাঁদে পা দেবেন না ।" ওই পেজের নামও দিয়ে দেওয়া হয়।মিথ্যে অভিনয়ের সুযোগের কথা বলে জাল বিছিয়ে এক দল লোক। যা থেকে সকলকে সাবধান করেছে দেবের সংস্থা। এভাবে কোনও নতুন মুখ তারা নিচ্ছে না তাও জানানো হয়েছে। তবে এই ধরণের ভুয়ো ব্যবসা আগেও করতে দেখা গিয়েছে। অভিনয় করতে চাওয়া নতুন ছেলে মেয়েদের স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার খেলা মাঝে মধ্যেই হতে দেখা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় এভাবে পোস্ট দিয়ে ভুয়ো চক্রের জাল বিস্তার সত্যিই চিন্তার বিষয়।
'কিশমিশ' ছবিতে এক সঙ্গে ফের মাতাবেন দেব-রুক্মিণী। দেবের চরিত্রের নাম কৃশানু। রুক্মিণীকে রোহিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। করোনার জন্য এই ছবির কাজে বেশ কিছুটা দেরি হয়। এই ছবি নিয়ে বহুদিন ধরেই মানুষের মনে আগ্রহ রয়েছে। তারই মাঝে এই ধরণের চক্র ভুয়ো ব্যবসা খুলে বসেছে। মানুষ যাতে এই জালে পা না দেয় তাই আগে ভাবেই সর্তক করলেন দেব ও তাঁর সংস্থা।