বলিউডে একের পর এক সুপারহিট ছবি ৷ হলিউডেও বাজিমাত করেছেন দীপিকা ৷ বলিউড গুঞ্জনেও দীপিকা পাড়ুকোন আছেন সব সময়ই ৷ কখনও রণবীর কাপুর, তো কখনও রণবীর সিং ৷ দীপিকার প্রেম নিয়ে কৌতুহল তো রয়েইছে ৷
তবে এবার গুঞ্জন বা মানসিক চাপ নয়, সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা শেয়ার করলেন তাঁর দুঃখের কথা ৷ দীপিকা জানালেন, ‘বলিউডে প্রচুর সিনেমা করছি৷ অনেক পরিচালকের সঙ্গে কাজ করছি বা করেছি ৷ কাউকেই অসম্মান করছি না ৷ কিন্তু সারা জীবন একটা দুঃখ থেকে যাবে ৷ যশ চোপড়ার কোনও ছবিতে হিরোইন হওয়া হল না ৷ ছোটবেলা থেকেই যশ চোপড়ার ছবির হিরোইনদের আমার পছন্দ ছিল ৷ ভেবেছিলাম যদি কাজ করতে পারি ৷ যশ চোপড়া আমাকে ভালোবাসত ৷ কিন্তু কাজ করা আর হল না !’
advertisement
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০১২ সালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন পরিচালক যশ চোপড়া ৷ তাঁর শেষ ছবি ‘জব তক হ্যায় জান’ ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা ৷