এক ছবি শিকারীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, দীপিকা ও রণবীর তাঁদের গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছচ্ছেন। বিমানবন্দরে প্রবেশের ঠিক মুখেই তাঁদের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। রণবীর ছিলেন গোলাপী জ্যাকেট, চুলের খোপা। ওয়ান পিসে একেবারে ছিমছাম দীপিকা। দুয়াকে কোলে নিয়ে গাড়ির মধ্যে বসেছিলেন। তবে ভিডিওয় মেয়ের মাথা বা মুখ দেখা যাচ্ছে না কিছুই। আদুরে ছবিতে মা-মেয়ের বন্ধনের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। ছোট্ট ক্লিপটিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আমাদের বেবি গার্ল দুয়া পাড়ুকোন সিং’।
আরও পড়ুনঃ বিয়ের কিছুদিনেই সঙ্গীর সঙ্গে মিলনে অনীহা? কীভাবে বজায় রাখবেন সম্পর্কের উষ্ণতা, রইল দারুণ টোটকা
অন্য এক পাপারাৎজির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাত কন্যাকে জড়িয়ে ধরে গাড়ির ভিতরে বসে রয়েছেন দীপিকা। গাড়ি থেকে নামছেন মেয়েকে বুঝে জড়িয়ে ধরে। তারপরে ভিতরে ঢুকে যাচ্ছেন। সেই সময়টুকুতে তাদের আগলে রাখছেন বাবা রণবীর সিং।
আরও পড়ুনঃ সদ্য স্থান পেয়েছে পর্যটন মানচিত্রে, রিশপের খুব কাছে এই অভূতপূর্ব ছোট্ট গ্রাম, বড়দিনে ঘুরে আসুন
প্রসঙ্গত, দীপাবলিতে দীপিকা এবং রণবীরের যৌথ ইনস্টাগ্রাম দিওয়ালি পোস্টে মেয়ের ছোট পায়ের একটি মিষ্টি ছোট্ট শেয়ার করেন। ছবিতে পিঙ্ক রঙা জমকালো পাজামা ছিল দুয়ার পরনে। যদিও শুধুই পায়ের ছবি শেয়ার করেন সিং দম্পতি। ক্যাপশনে এই দম্পতি লিখেছেন, “‘দুয়া পাড়ুকোন সিং। ‘দুয়া’ : যার অর্থ প্রার্থনা। কারণ ও আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে গিয়েছে। দীপিকা ও রণবীর।”