অন্যদিকে, গতকাল রাতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একজোট হয়ে জেএনইউ কাণ্ডে সরব হয়েছিলেন একদল পড়ুয়া, সাধারণ মানুষ৷ প্রতিবাদে গর্জে উঠলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার, রীমা কাগতি, তাপসী পন্নু ! গান গানইলেন জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷
advertisement
তবে এই প্রতিবাদ একেবারেই অহিংস ৷ কোনও স্লোগান নয়, রাজপথে লম্বা মিছিল নয়, বরং সুধীর মিশ্রা পরিচালিত বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি ‘হাজারো খোওয়াইশে অ্যায়সি’র জনপ্রিয় গান ‘বাওরা মন’ গেয়ে প্রতিবাদকে এগিয়ে নিয়ে গেলেন বলিউডের জনপ্রিয় গীতিকার স্বনন্দ কিরকিরে ৷ অংশ নিয়েছিলেন প্রতিবাদে সামিল হওয়া অন্যান্য বলিউড সেলেবরাও ৷
মুম্বইয়ের সেই রাতের প্রতিবাদ ইতিমধ্যেই সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল হয়েছে অনুরাগ কাশ্যপ, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহা, জোয়া আখতার ও রীমা কাগতির সেই ভিডিও ৷