রুমকি-চুমকি নামে পরিচিত ছিলেন এই দুই বোন। দেবশ্রী ও তার দিদির জুটি দারুণ জনপ্রিয় ছিল তাঁদের নৃত্যশৈলীর জন্য। এক সময়ে বাংলা চলচিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন দেবশ্রী রায়। একের পর এক বাণিজ্যিক বাংলা ছবিতে হিটের পর হিট দিয়েছেন। শুধু তাই নয়, পরের দিকে ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল ছবিতে তাঁর অভিনয় চমকে দিয়েছিল সবাইকে। অসুখ ছবিতেও তাঁর অভিনয় ছিল নজরকাড়া। তাঁর দিদিকে সেভাবে টিভির পর্দায় দেখা যায়নি ঠিকই, তবে দেবশ্রী ও তাঁর দিদির জুটি ছিল বহুল পরিচিত। রুমকি-চুমকিকে চিনত না এমন কেউ নেই।
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী, ঝুমা রায়ের মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে আসছেন বলি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দাদা রাজা মুখোপাধ্যায়। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিগত কয়েকদিনে একের পর এক হার্ট অ্য়াটাকের কারণে মৃত্যুর খবর সামনে আসছে। গত মাসের শেষেই চলে গেলেন শেফালি জরিওয়ালা। তাঁরও হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল।