সূত্রের খবর,অভিনেত্রী তাঁর প্রেমিকের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। সমুদ্র সৈকতে থাকা পাথরে বসে যোগা করার সময়েই আচমকা একটি ঢেউ এসে তাঁকে টেনে নিয়ে যায়। কয়েক কিলোমিটার দূর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় স্তম্ভিত গোটা দেশ।
ঘটনার দিন লাড কো ভিউপয়েন্টে ভ্রমণ করেছিলেন বেলিয়াৎস্কায়া। সিসিটিভিতে ধরা পড়েছে একটি লাল গাড়িতে এসে পৌঁছেছিলেন তিনি। উদ্ধারকারী দলগুলি দ্রুত চেষ্টা করে। অভিনেত্রী সমুদ্রে ভেসে যাওয়ার ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যায়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।
advertisement
একই দিনে মৃত্যুর খবর এসেছে আরেক অভিনেত্রীর। রহস্যজনক মৃত্যু হল কন্নড় সিনেমা এবং টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শোভিতা শিবান্নার৷ তেলঙ্গনার গাচিবৌলি এলাকার কোন্ডাপুর অঞ্চলে শোভিতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর নিথর ঝুলন্ত দেহ৷ পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন৷ শোভিতার দেহ ময়নাতদন্তের জন্য গান্ধি হাসাপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে ধারণা তদন্তকারীদের৷