TRENDING:

সব নাকি রেডি, বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের ফের বাজতে চলেছে সানাই ৷ অনুষ্কা-বিরাট, প্রিয়াঙ্কা-নিক, দীপিকা-রণবীরের পর এবার ছাদনাতলায় নাকি বসতে চলেছেন বরুণ ধাওয়ান৷ পাত্রী বরুণের দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাল ৷
advertisement

গপ্পোটা হল, বলিপাড়ায় কান পাতলে এখন একটাই খবর, ধাওয়ান পরিবারের নাকি ইতিমধ্যেই নাকি শোরগোল শুরু ৷ সব ঠিক থাকলে খুব শীঘ্রই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ও নাতাশা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে পাত্র-পাত্রীর পক্ষ থেকে বিয়ে নিয়ে কোনও মন্তব্যই পাওয়া যায়নি৷ তবে কথায় কথায়, বরুণের বাবা ডেভিড ধাওয়ান জানিয়ে দিলেন, আসছে বছরই বিয়ে দেব বরুণের ৷ মোটামুটি সব রেডি ৷ বরুণ শুধু হ্যাঁ করলেই হল ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সব নাকি রেডি, বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান !