TRENDING:

Darshana-Bonny: ‘আড়াই চাল’-এ প্রেম-পিরীতি ও রোমাঞ্চ! দর্শনা ও বনির নয়া জুটিতে সাড়া পড়ল টলিপাড়ায়

Last Updated:

Darshana-Bonny: ৬ বছর আগে কয়েক জন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প আবর্তিত হয়। বোধিসত্ত্ব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে ঋতব্রত ও বাকি বন্ধুরা নিমন্ত্রিত। দেখা হয় ৬ বছর পর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিক। পুরোপুরি ভিন্ন ধরনের এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সায়ন বসু চৌধুরি। ছবির নাম ‘আড়াই চাল’। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হৃষি রাজ। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য এবং আনন্দ চৌধুরী।
দর্শনা-বনি নতুন ছবিতে
দর্শনা-বনি নতুন ছবিতে
advertisement

আরও পড়ুন: খনি দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়াই! অক্ষয়ের ছবিতে বড়পর্দায় নিজেদের দেখলেন রানিগঞ্জের সেই যোদ্ধারা

গল্পে রয়েছে রোমাঞ্চ, প্রেম আরও কত কী! ৬ বছর আগে কয়েক জন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প আবর্তিত হয়। বোধিসত্ত্ব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে ঋতব্রত ও বাকি বন্ধুরা নিমন্ত্রিত। দেখা হয় ৬ বছর পর।

advertisement

সেখানে একটা ছোটো রিইউনিয়ন হয় তাদের মধ্যে এবং সেই রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ছবিটি তৈরি। ছবিটি মুক্তি পাবে ‘পান্ডে মোশন পিকচার্স’-এর ব্যানারে মুকেশ পান্ডের প্রযোজনায়। আগামী সপ্তাহে কলকাতা শহরে শ্যুটিং শুরু হবে এই ছবির।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পরিচালক সায়ন বসু চৌধুরীর কথায়, ‘‘এই প্রথম জুটিতে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিককে। ছবিতে বনির চরিত্রের নাম বোধিসত্ত্ব ও দর্শনার চরিত্রের নাম প্রিয়াঙ্কা। ছবিতে তাঁদের দু’জনকে স্বামী-স্ত্রী হিসাবে দেখা যাবে। ছবির প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। ছবিতে বেশ কয়েকটা সুন্দর গান আছে। আশা করছি এই জুটি দর্শকদের ভালবাসা পাবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana-Bonny: ‘আড়াই চাল’-এ প্রেম-পিরীতি ও রোমাঞ্চ! দর্শনা ও বনির নয়া জুটিতে সাড়া পড়ল টলিপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল