এই খুদে সদস্যর আগমন হতেই পরিবারের সকলে মেতে উঠেছে আনন্দে। রামচরনের বাড়িতে খুশির আবহ। তবে এই একরত্তির নাম কী হবে তা নিয়ে অনেক অনুরাগী অধীর অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুন নামকরণ হয় রামচরণ কন্যার। নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। রামচরণের কন্যার নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনি ডেলা’।
advertisement
আরও পড়ুন: আদৃতের সঙ্গে বিয়ে ভেঙে নতুন প্রেমিকের সঙ্গে আংটি বদল! উদয়-অনামিকার বিয়েতে সিডের সেই প্রাক্তন
তিনি ক্যাপশনে লেখেন ললিতা সহস্রনাম থেকে নেওয়া হয়েছে নাতনির নাম। ‘ক্লিন কারা’ এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব সঞ্চারিত করে। পাশাপাশি রামচরণও এই নামের জন্য কৃতিত্ব দিয়েছেন ক্লিন কারার দাদু-ঠাকুমাকে।
আরও পড়ুন: বোল্ড লুকে ইনস্টাগ্রামে আগুন লাগিয়েছেন রিয়া! জন্মদিন অভিনেত্রীর নানা অবতার
রামচরণ কন্যার নাম প্রকাশ্যে আসতেই বহু অনুরাগী তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। লিখেছেন ভীষণ সুন্দর নাম। ভালবাসায়-আশীর্বাদে নেটিজেনরা ভরে দিয়েছেন রামচরণ কন্যাকে।