TRENDING:

Ram Charan's Daughter Name: রামচরণের পরিবারে নতুন সদস্য, ১১ বছরের অপেক্ষার পর নাতনির আগমন চিরঞ্জীবীর পরিবারে, কী নাম রাখা হল তার?

Last Updated:

নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামচরণের বাড়িতে নতুন অতিথি। ১১ বছরের অপেক্ষা পর বাবা হলেন রামচরণ। তার স্ত্রী উপাসনা কামিনেনি তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। সদ্যোজাতকে পেয়ে শুধু তার বাবা-মা নন, খুশি দাদু সুপারস্টার চিরঞ্জীবীও।
advertisement

এই খুদে সদস্যর আগমন হতেই পরিবারের সকলে মেতে উঠেছে আনন্দে। রামচরনের বাড়িতে খুশির আবহ। তবে এই একরত্তির নাম কী হবে তা নিয়ে অনেক অনুরাগী অধীর অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুন নামকরণ হয় রামচরণ কন্যার। নামকরণের অনুষ্ঠানেও ছিল বিরাট ধুম। রীতি মেনে হল চিরঞ্জীবীর নাতনি নামকরণ হল। অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। রামচরণের কন্যার নাম রাখা হয়েছে ‘ক্লিন কারা কোনি ডেলা’।

advertisement

আরও পড়ুন: আদৃতের সঙ্গে বিয়ে ভেঙে নতুন প্রেমিকের সঙ্গে আংটি বদল! উদয়-অনামিকার বিয়েতে সিডের সেই প্রাক্তন

তিনি ক্যাপশনে লেখেন ললিতা সহস্রনাম থেকে নেওয়া হয়েছে নাতনির নাম। ‘ক্লিন কারা’ এই নাম মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাব সঞ্চারিত করে। পাশাপাশি রামচরণও এই নামের জন্য কৃতিত্ব দিয়েছেন ক্লিন কারার দাদু-ঠাকুমাকে।

advertisement

আরও পড়ুন: বোল্ড লুকে ইনস্টাগ্রামে আগুন লাগিয়েছেন রিয়া! জন্মদিন অভিনেত্রীর নানা অবতার

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রামচরণ কন্যার নাম প্রকাশ্যে আসতেই বহু অনুরাগী তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। লিখেছেন ভীষণ সুন্দর নাম। ভালবাসায়-আশীর্বাদে নেটিজেনরা ভরে দিয়েছেন রামচরণ কন্যাকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ram Charan's Daughter Name: রামচরণের পরিবারে নতুন সদস্য, ১১ বছরের অপেক্ষার পর নাতনির আগমন চিরঞ্জীবীর পরিবারে, কী নাম রাখা হল তার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল