এই নিয়ে তর্ক থাকতেই পারে। যা নিয়ে থাকবে না, তা হচ্ছে ছাদ আর বাঙালি ব্যান্ডের একনিষ্ঠ সম্পর্ক। কত ব্যান্ড খোলার পরিকল্পনা হয়েছে ছাদে, চলেছে কত না মহড়া! সেই সবের কিছু সার্থক হয়েছে, কিছু বা গিয়েছে বিস্মৃতির আড়ালে। ছাদ আর ব্যান্ডের সেই সম্পর্কের উদযাপন ফের ফিরে এসেছিল কলকাতার বুকে, শহরের বুকে সম্প্রতি এক রুফটপে বসেছিল ছাদের পাঁচালি- সৌজন্যে নিউজ@বাংলা ব্যান্ডস। সাত সুরে গানের প্রাণ বাঁধা, এবারের উদযাপনও পা রেখেছে সাত বছরে।
advertisement
ছাদের পাঁচালির এবার সিজন সেভেন হলেও নিউজ বাংলা ব্যান্ড বিগত ১২ বছর ধরে উদীয়মান শিল্পীদের গানের পরিসর দিয়ে আসছে। এই অনুষ্ঠানের মূল কথা নিজস্বতা- এবারে যেমন ২০ জন নতুন শিল্পী ৪০টি নতুন গান শুনিয়ে মুগ্ধ করেছেন শহরের সুধীজনদের। অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য প্রখ্যাত এবং প্রতিষ্ঠিত গায়কদের সমাবেশও, তাঁরা উপস্থিত থাকেন নবপ্রজন্মের সুরধুনীর অবগাহনে, সমর্থনের সুর ছড়িয়ে দেন বক্তব্যে। এবারের অনুষ্ঠান ঋদ্ধ হয়েছে চন্দ্রবিন্দু-র উপল সেনগুপ্ত, ক্যাকটাস-এর অভিজিৎ বর্মণ ওরফে পটা এবং ফকিরা-র তিমির বিশ্বাসের আগমনে। ছাদের পাঁচালি এই অবসরে উদযাপন করেছেন তিমিরের জন্মদিনও। হাসি, গানে মুখর হয়েছে সিজন সেভেন।
তবে, সব শেষই কোথাও একটা গিয়ে শুরুর কথা জানিয়ে দিয়ে যায়। ঠিক সেই প্রসঙ্গই উঠে এসেছে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সায়ক দাসের বক্তব্যেও। ‘‘আগামী প্রজন্মের সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান মঞ্চে আরও সুযোগ করে দেওয়ার দায়িত্ব নিয়ে আমাদের পথচলা’’, জানিয়েছেন তিনি।