ছাত্রদের অভিযোগ এই ঘটনার পরেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে দিল্লি পুলিশ ৷ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর হামলা হওয়া সত্ত্বেও প্রায় তিন ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করে পুলিশ ৷
এই ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে কঠোর সমালোচনা শুরু হয় ৷ তীব্র নিন্দা করেন বিখ্যাত অভিনেত্রী ও চিত্র পরিচালক অপর্ণা সেন ৷ তিনি বলেন, ‘‘পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে AVBP ৷ আমি ধর্মনিরপেক্ষ,উদারপন্থী ৷ কিন্তু তোমরা কি মেরুদণ্ডহীন?’’ পুলিশের
advertisement
ভূমিকাও নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন অপর্ণা ৷
হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, ভয়ঙ্কর ও দুঃখজনক বলে মন্তব্য করেন চিত্রপরিচালক অঞ্জন দত্ত ৷
‘‘এই ঘটনা গণতন্ত্রের লজ্জা’’, বলে মন্তব্য করেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ৷
সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে কবি জয় গোস্বামী বলেছেন, ‘‘বিজেপির মদতেই এই হামলা হয়েছে ৷ এসব করে পড়ুয়াদের দমানো যাবে না’’ ৷
অভিনেতা-নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, ‘‘দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে ৷ সেই প্রতিবাদেই ভয় পেয়েছেন মোদি ৷’’ সরকার আন্দোলনে বেকায়দায় পড়েই হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷
সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্রও ঘটনার তীব্র নিন্দা করেন ৷
অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের মতে, ‘‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’’ ৷