TRENDING:

রিকশাওয়ালা’র কাহিনি নিয়ে বাংলা ছবি বানাচ্ছেন ‘কেকওয়াক’-এর পরিচালক রামকমল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেকওয়াক’ এবং ‘সিজন গ্রিটিংস’-এর পর এবার নতুন ছবি নিয়ে প্রস্তুত পরিচালক রামকমল মুখোপাধ্যায় । হিন্দি ছবির পর এ বার বাংলা চলচ্চিত্র জগতে পা রাখছেন পরিচালক ৷ এর আগে স্বল্প দৈর্ঘ্যের দুটি ছবি বানিয়েছেন তিনি ৷ এ বার বাংলা ভাষার স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাতে চলেছেন রামকমল ৷ ছবির নাম ‘রিকশাওয়ালা’৷ বাঙালির জিয়া নস্ট্যাল করতে আসছে ‘রিকশাওয়ালা’৷
advertisement

হাতে টানা রিকশার নস্টালজিয়া নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। বাংলার থিয়েটার চর্চাকেও তুলে ধরা হবে এই ছবিতে ।

বাংলায় বড় হয়েছেন পরিচালক, সুতরাং প্রথম থেকেই বাংলা ভাষাতে ছবি করার ইচ্ছেটা ছিল। এ বার তাঁর হাত ধরে আসতে চলেছে বাংলা ভাষার ছবি ৷ কলকাতার বিভিন্ন অঞ্চলে হাতে টানা রিকশা নিয়েই চিত্রনাট্য বাঁধার কাজ চলছে।

advertisement

‘রিকশাওয়ালা’ ছবির পোস্টার বাঁ দিকে ৷ পরিচালক রামকমল মুখোপাধ্যায় (ডানদিকে )

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

স্ক্রিনপ্লে লিখছেন গার্গী মুখোপাধ্যায় ও সৈকত দাস। গার্গীর আরও একটা পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের নাতনি। ছবিতে ক্যামেরার দায়িত্ব হয়েছে মধুরা পালিতের কাঁধে। সম্প্রতি কান থেকে ডাক পাওয়ার সূত্রে শিরোনামে এসেছিলেন তিনি। অরিত্র দাসের প্রযোজনার এই ছবিতে কারা থাকছেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ তবে এই মুহূর্তে কাস্টিং চলছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রিকশাওয়ালা’র কাহিনি নিয়ে বাংলা ছবি বানাচ্ছেন ‘কেকওয়াক’-এর পরিচালক রামকমল