ইরফানের এই বড় ছেলে আপাতত লন্ডনে ফিল্মমেকিং এবং অ্যাকটিং নিয়ে পড়াশোনা করছেন। বাবা যে রকম জনপ্রিয় ছিলেন, বাবিলও সে রকম ভাবেই সোশ্যাল মিডিয়ায় সবার নজর কাড়েন। সোশ্যাল মিডিয়া স্টার তকমা তাঁকে অনায়াসে দেওয়া যায়। নিজের Instagram হ্যান্ডেল থেকে মাঝে মাঝেই নানা সামাজিক বিষয় এবং সেই সম্পর্কিত মনোভাব নিয়ে মতামত ব্যক্ত করেন বাবিল। এবার সেই পথেই উঠে এল পুরুষের প্রসাধনী ব্যবহার এবং পৌরুষের তথাকথিত সামাজিক সংজ্ঞার বিরোধের বিষয়টি।
বাবিল এই প্রসঙ্গে লিখেছেন যে এই পৃথিবীতে যে কোনও পুরুষেরই একটা দ্বৈত সত্ত্বা থাকে। তাঁর মাঝে লুকিয়ে থাকে এক নারীসত্ত্বাও। যখন পুরুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই নারীসত্ত্বাকে চিনতে পারেন, তাকে মেনে নেন, একমাত্র তখনই তাকে যথার্থ এবং আদর্শ পুরুষ হিসেবে তকমা দেওয়া যায়। না হলে বিষয়টা স্রেফ সীমাবদ্ধ থাকে বিষাক্ত পৌরুষের খাতে। যে মানসিকতার সম্মুখীন তাঁকে আকছার হতে হয়।
এর কারণ একটাই- বাবিল নিজের ত্বকের যত্ন নিতে ভালোবাসেন! তিনি যে নিয়মিত ভাবে ত্বকের যত্ন নেন, প্রসাধনী ব্যবহার করেন, রাস্তায় বের হওয়ার আগে মেক-আপ করেন, সেটা অকপটে স্বীকার করে নিতে কোনও দ্বিধা নেই তাঁর। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই নিয়ে পোস্টও দিয়েছেন তিনি। জানিয়েছেন যে কী ভাবে ঘুমের আগে মুখে কালো প্যাক লাগান তিনি! এটাও মজা করে জানান যে এত মেক-আপ করা, এত ত্বকের যত্ন নেওয়ার পরেও ভ্যালেন্টাইন'স ডে-তে তাঁর কোনও ডেটিংয়ের সুযোগ আসেনি!