যদিও এখন ছবি বয়কট একটা হাল ফিলের চল হয়েছে। ডেকে দিলেই হল। এই সব কিছুর মধ্যেই মুক্তি পায় অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। আর প্রথম দিনেই বাজিমাত করেছে 'ব্রহ্মাস্ত্র '! এমন ছবি বলিউডে এর আগে তৈরি হয়নি। এ কথা ছবি মুক্তির আগেই বলেছিলেন পূজা ভাট। অন্যদিকে আলিয়াকে দেখা গিয়েছে গর্ভবতী অবস্থাতেই ছবির প্রচারে যেতে। শুধু আলিয়া নয় এই ছবির জন্য বিভিন্ন জায়গায় সঙ্গে ছিলেন রণবীর কাপুরও। বলা যেতে পারে বহুদিন পর ফের নতুন করে ফিরলেন কাপুর সাহেব। তাও আলিয়ার হাত ধরে। সত্যিই আলিয়া তাঁর জীবন বদলে দিয়েছেন। সে যাই হোক। ফেরা যাক বক্স অফিস কালেকশনে।
advertisement
আরও পড়ুন: তিনিই ছিলেন প্রথম অসুর! আজ কোনও মতে দিন চলে 'অমল অসুর'-এর! নেই কাজ! মনেও নেই কারও!
৯ সেপ্টেম্বর মুক্তি পায় 'ব্রহ্মাস্ত্র'! এমন উন্মাদনা ছিল যে, প্রথম শো শুরু হওয়ার আগেই শুধুমাত্র অনলাইন শোগুলির অগ্রিম বুকিং থেকে ১৯.৬৬ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, 'ব্রহ্মাস্ত্র' বক্স অফিসে প্রায় ৩৭ কোটি টাকা ওপেনিং কালেকশন করেছে। এই হিসাব ছবির সর্বভারতীয় আয়ের। 'ব্রহ্মাস্ত্র'-র হিন্দি সংস্করণে আয় ৩২ কোটি। মানে প্রথম দিনেই কোটি কোটি টাকার হিসেব। তবে কোভিডের পর এটাই সব থেকে বেশি বাজেটের ছবি। এর আগে অনেক ছবিই ভাল করেছে, তবে প্রথম দিনে বাজিমাত করেছে এই ছবি। প্রথমদিনে গোটা বিশ্বজুড়ে এই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৭৫ কোটি টাকা!