TRENDING:

বাদ শাহিদের ‘প্রস্রাব’, বিতর্ক এড়িয়ে নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব

Last Updated:

এবার নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব’ ! সোমবার মুম্বই হাইকোর্টে চূড়ান্ত রায়ে এরকমই আশ্বাস পেলেন ‘উড়তা পঞ্জাব’ টিম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এবার নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব’ ! সোমবার মুম্বই হাইকোর্টে চূড়ান্ত রায়ে এরকমই আশ্বাস পেলেন ‘উড়তা পঞ্জাব’ টিম ৷ ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে সিবিএফসি-র চেয়ারম্যান পহেলাজ নিহালনি-র প্রায় সমস্ত বিতর্ক ও মন্তব্যকে খারিজ করে সোমবার মুম্বই হাইকোর্ট স্পষ্টই জানিয়েদিল, ‘উড়তা পঞ্জাব ছবিতে এমন কিছু নেই যা পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করে ৷ ছবির চিত্রনাট্য সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে না ৷ তাই সিবিএফসি যে নিষিদ্ধকরণের কথা বলছে তা একেবারেই অনুচিত ৷ পরিচালকের বিয়ষবস্তু নিয়ে সমালোচনা করা অনুচিত ৷’  এদিন ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দিয়ে ছবিটি মুক্তি দেওয়ার নির্দেশ দিল মুম্বই হাইকোর্ট ৷ ’
advertisement

তবে সিবিএফসি-র তরফ থেকে পহেলাজ নিহালনি যে ৮৯ কাটের কথা বলেছিলেন, তার মধ্যে একটি মাত্রই কাটকেই সবুজ সংকেত দেখিয়েছে হাইকোর্ট ৷ ছবির একচি দৃশ্যে স্টেজের ওপর শাহিদকে প্রস্রাব করতে দেখানো হয়েছে ৷ সেই দৃশ্যকেই বাদ দিতে বলা হয়েছে হাইকোর্টের রায়ে ৷ এছাড়া, সিনেমার শুরুতে ব্যবহার হওয়া বিবৃতিকে নতুন করে লেখার কথাও জানিয়েছে মুম্বই হাইকোর্ট ৷

advertisement

সিবিএফসিকে তোপ দেগে মুম্বই হাইকোর্ট এদিন জানালেন, সেন্সর বলে কোনও কথা নেই ৷ সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানতে হবে ৷’

বলিউডের কড়া নজরে ফের সেন্সর বোর্ড ও চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ গত এক সপ্তাহ ধরে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়েই বিতর্ক তুঙ্গে গোটা বলিউডে ৷ সেন্সর বোর্ডের সমালোচনা করে প্রায় গোটা বলিউড পাশে এসে দাঁড়িয়েছে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ ৷ এমনকী, সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মামলাও দায়ের করেছে ‘উড়তা পাঞ্জাব’-এর প্রযোজক ও পরিচালক ৷

advertisement

বুধবার এই বিতর্ক ঘিরে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করে বলিউডের তাবড়রা ৷ সাংবাদিক বৈঠকে সেন্সর বোর্ডের আচরণকে সমালোচনা করে পরিচালক মহেশ ভাট বলে, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে আমি পরিচালকের কাজের প্রশংসা করছি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা চলতে পারে না৷’

‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্কের শেষ নেই ৷ বৃহস্পতিবার সিবিএফসি-র ৮৯ কাটের বিরুদ্ধে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপের আবদনকে খারিজ করেছিল মুম্বই হাইকোর্ট ৷ তবে শুক্রবার শুনানিতে ‘উড়তা পঞ্জাব’ পাশে পেল হাইকোর্টকেও ৷ ‘উড়তা পঞ্জাব’ নিয়ে চুড়ান্ত নির্দেশ হাইকোর্ট দেবে সোমবার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবার শুনানিতে বিচারক সিবিএফসি-র ভূমিকার ওপর প্রশ্ন তুলে জানাল, ‘সেন্সর বোর্ডের কাজ তো সার্টিফিকেট দেওয়া ৷ কোন দৃশ্য বাতিল হবে তা নয় ৷’ এদিন হাইকোর্ট আরও বলে, ‘ব্যক্তিগত পছন্দ নিয়ে কেন আপত্তি তুলছে সিবিএফসি ? টিভি হোক বা সিনেমা মানুষকে দেখতে দিন ৷ মাল্টিপ্লেক্সের দর্শক অনেক বুদ্ধিদীপ্ত ৷ তাঁদের ভাবনা-চিন্তার ক্ষমতা রয়েছে ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাদ শাহিদের ‘প্রস্রাব’, বিতর্ক এড়িয়ে নিশ্চিন্তে উড়বে অনুরাগের ‘পঞ্জাব