TRENDING:

দেখতে সাধারণ, ছিমছাম হলে কী হবে ? মীরা কাপুরের রংবাহারি টিশার্টের দাম শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

মীরা কাপুরের পোশাকের দাম শুনলে অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: স্টাইল স্টেটমেন্টে বরাবরই নজর কাড়েন শাহিদ পত্নী মীরা কাপুর। পার্টি লুক হোক কিংবা ক্যাজুয়াল, ফ্যাশনদুরস্ত মীরা বারবারই হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার হট টক। শাহিদ-মীরা জুটির ছবির আপডেট পেতে অনেকেই ফলো-ও করেন তাঁকে সোশ্যাল মিডিয়াতে।
advertisement

মীরা, ‘দ্য ইন্ডিয়আন এডিট’ নামে একটি লাইভ সিরিজ করেন ইন্সটাগ্রামে। সেখানেই সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে একটি মাল্টি-কালার্ড টিশার্ট পরতে। দেখে কিন্তু মনে হবে খুবই সাধারণ টিশার্ট। এই সিরিজে অবশ্য তিনি দেশি জামা-কাপড়ই পরেন।

তবে দেশি এবং ছিমছাম মানেই যে তা সাধারণ দামের হবে, তেমন কিন্তু মোটেও নয়! আসলে সেটি একটি ডিজাইনার টিশার্ট। কস্টিউম ডিজাইনার পল্লবী সিং-এর কালেকশন থেকে নেওয়া। এই মাল্টি-কালার্ড টিশার্টের দাম শুনলে চোখ কপালে উঠবে!

advertisement

পল্লবী’র ওয়েবসাইটে এই টিশার্টের দাম উল্লেখ করা আছে ৯,৬৪০ টাকা।

মীরা’র ফ্যাশন মানেই সিম্পল কিন্তু এলিগ্যান্ট লুক। খোলা চুল আর খুব অল্প মেকআপই তাঁর স্টাইল স্টেটমেন্ট। এই টপের সঙ্গে তাঁকে পরতে দেখা গিয়েছে জিওমেট্রিক শেপের সোনার দুল। তাঁর এই অতি সাধারণ লুক অবশ্য বেশ প্রশংসনীয়। কিন্তু একটি মাত্র টিশার্টের জন্য এত টাকা খরচ করা যায় কি ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা!

advertisement

গত অক্টোবর মাসেও একটি ভিডিওতে তাঁকে দেখা গিয়েছিল একটি ক্রপড শার্ট ও প্যান্টে... তাঁর কাছে কমফর্ট মানেই ফ্যাশন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ANTARA DEY

বাংলা খবর/ খবর/বিনোদন/
দেখতে সাধারণ, ছিমছাম হলে কী হবে ? মীরা কাপুরের রংবাহারি টিশার্টের দাম শুনলে চোখ কপালে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল