সোশ্যাল মিডিয়ায় নিজের স্টেটমেন্ট শেয়ার করেছেন হানি সিং। তাঁর কথায়, প্রতিটি অভিযোগই খুব বিরক্তিকর। ১৫ বছরের কেরিয়ারে একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু এবার নীরবতা ভেঙে মানহানিকর অভিযোগের বিরুদ্ধে কথা বলা দরকার বলে দাবি হানির।
তিনি বলছেন, "২০ বছর ধরে আমি স্ত্রী বা সঙ্গী মিসেস শালিনী তলওয়ারের সঙ্গে আছি। আমার ও আমার পরিবারের বিরুদ্ধে তাঁর তরফ থেকে আসা মিথ্যে অভিযোগে আমি খুবই যন্ত্রণা পেয়েছি। বিগত দিনে আমি আমার গানের কথা, আমার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা, এবং নেগেটিভ মিডিয়া কভারেজের জন্য আমি অনেক কঠিন সমালোচনা পেয়েও কখনও প্রেস বিবৃতি বা স্টেটমেন্ট দিইনি। কিন্তু চুপ থেকে কোনও লাভ নেই। কারণ কিছু অভিযোগ সরাসরি আমার পরিবারকে করা হয়েছে, আমার বৃদ্ধ বাবা মাকে ও আমার ছোট বোনকে, যাঁরা আমার কঠিন সময় পাশে ছিলেন। এই অভিযোগগুলি মানহানিকর ও অবাস্তব।"
advertisement
হানি সিং এও বলেন যে, আদালতে সত্যিটা সামনে আসবে এবং দেশের বিচারব্যবস্থার উপরে তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি লিখছেন, আমি এই প্রতিটি অভিযোগ অস্বীকার করছি।তবে এই মুহূর্তে এই নিয়ে আর মন্তব্য করব না কারণ বিষয়টি বিচারাধীন। দেশের বিচারব্যবস্থার উপর আমার আস্থা রয়েছে এবং আমি আত্মবিশ্বাসী যে সত্যিটা দ্রুত সামনে আসবে।