ইয়ামি তাঁর জীবনের নানা ঘটনা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আজ, ৫ এপ্রিল ইয়ামির ছোট ভাই ওজাস গৌতমের জন্মদিন। ইয়ামির থেকে তাঁর ভাই ১৩ বছরের ছোট। এ'বছর ১৮ বছর বয়স হল ওজাসের। ওজাস ছাড়া ইয়ামির এক বোনও আছে, সুরিলি। ভাইয়ের জন্মদিনে নায়িকা আবেগে ভেসে একটি পোস্ট করলেন। ছোটবেলার ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর কোলে ছোট্ট ওজাস।
advertisement
নায়িকা লিখলেন, "আজ তোমার ১৮ বছর হল। কিন্তু তোমার ছোট বেলার স্মৃতি কখনই আমার মন থেকে মুছে যাবে না। আমি আর সুরিলি স্কুল থেকে কখন বাড়ি ফিরব ভাবতাম। বাড়িতে এসে ব্যাগ ছুঁড়ে ফেলে তোমার সঙ্গে খেলতে শুরু করতাম আমরা। আমার মনে আছে পরীক্ষার জন্য আমি মাঝ রাত পর্যন্ত পড়তাম। তখন আমার ঠিক পাশেই মা আর তুমি ঘুমিয়ে থাকতে। রাতে তোমার ঘুম ভেঙে যেত। কিন্তু তুমি কখনও কাঁদতে না। আমার সঙ্গে খেলা করতে ওই রাতে। তারপর তোমার ছোট্ট হাত দিয়ে আমার আঙুল ধরে আবার ঘুমিয়ে পড়তে। তুমি আমাদের জীবনকে আনন্দ আর ভালবাসায় ভরিয়ে দিয়েছো। সব সময় ভাল থেকো ওজাস।" ইয়ামির এই পোস্টে তাঁর ফ্যানেরা কমেন্ট করেছেন। অনেকে লিখেছেন, "দিদি তো সব সময় মায়ের মতোই হয়।"
