কিন্তু সেটে ফিরেই মন কেমন হয়ে উঠল শিল্পার। সূত্রের খবর, শো-এর নির্মাতা, প্রতিযোগী, সহ-বিচারকদের কাছ থেকে এমন আবেগঘন সাদরে স্বাগত জানানোর ঘটনায় শেষে কেঁদেই ফেলেন শিল্পা (Shilpa Shetty Crying)। ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা পর্ন মামলায় গ্রেফতারের পর থেকেই সুপার ডান্সারের শো-এর বিচারক হওয়ার কাজ বন্ধ রেখেছিলেন শিল্পা। তবে জানা গিয়েছিল, নিজের কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন শিল্পা। সেই সময় শো-এর নির্মাতারা তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। সেই শো-তে বুধবার শ্যুটিংয়ে ফিরেই কেঁদে ফেলেন শিল্পা।
advertisement
বিচারক হিসেবে শোয়ের প্রথম থেকে কাজ করা শিল্পা স্বামীর গ্রেফতারের পরে কিছুদিন শো থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু তাঁকে স্বমহিমায় ফিরে আসতে দেখে চমকে উঠেছেন দর্শকরা। শোয়ের সেটে শিল্পার প্রত্যাবর্তনের কিছু ছবি এবং ভিডিও কিছু দিন আগে থেকেই নেটমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। তার উপর নেটমাধ্যমে সম্প্রতি সেই শোয়ের নতুন পর্বের ঝলক শেয়ার হয়েছে। যেখানে শিল্পাকে দেখা যায় স্বমহিমায় তাঁর চিরাচরিত উত্ফুল্ল ভঙ্গিতে প্রতিযোগীদের উত্সাহ দিচ্ছেন আর প্রশংসা করছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োটি খুব কম সময়ের মধ্যেই চার দিকে ছড়িয়ে পড়েছে। শিল্পার শো-এ ফেরা নিয়ে উল্লসিত সবাই। আর সেই ছাপ পড়েছে ভিডিয়োর মন্তব্য বাক্সে। বহু মানুষ সেখানে ভালবাসা এবং শুভকামনা জানিয়েছেন। জনৈক নেটাগরিক লিখেছেন, 'অনুরোধ করছি, বিচারকের প্যানেলকে এ রকমই রাখুন। কোনও কিছু বদলানোর বা অতিরিক্ত কাউকে নিয়ে আসার প্রয়োজন নেই। সেটাই সব থেকে ভালো আমাদের জন্য।'