একজন গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে যখন দল হারের মুখে, তখন হাল ধরলেন ৷ মাত্র ১৯ বলে ৪৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন রাসেল ৷ অন্যজন লাফালেন, চুম্বন ছুঁড়লেন, মাঠ প্রদক্ষিণ করলেন, হাত নাড়লেন বাদশার নিজস্ব ভঙ্গিমাতেই ৷
তবে গতকাল ইডেনে ঢোকার সময় ফ্যানদের সঙ্গে শাহরুখের ছোট্ট একটু ভালবাসা বিনিময়ের ভিডিও ভাইরাল হয়ে গেল দিনের শেষে ৷ তবে কি এদিনের ‘লাকি ডে’-র চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই ভালবাসাটুকুর মধ্যেই? এমনিতেই ইন্ডাস্ট্রিতে ‘গোল্ডেন হার্ট’ নামে পরিচিত শাহরুখ ৷ এদিন লোকসম্মুখে সে পরিচয়ও দিলেন তিনি ৷
advertisement
কেকেআর-এর ম্যাচ শুরুর আগে ইডেনের গেটে বিশেষ চাহিদা সম্পন্ন এক ভক্তকে জড়িয়ে ধরতে দেখা যায় কিং খানকে ৷ শুধু তাই নয়, ভক্তের মাথায় হাত বুলিয়ে চুমুও খান তিনি ৷ বুকে হাত রাখেন ৷ হুইলচেয়ারে বসেও ওই ভক্ত পছন্দের তারকাকে কাছে পেয়ে নিজের ভালবাসা উজাড় করে জানাতে ভোলেননি ৷ বারবার শাহরুখকে ‘আই লভ ইউ’ বলতে শোনা যায় তাঁকে ৷ ভক্তের সঙ্গে পোজ দিতে অবশ্য ভোলেননি শাহরুখ ৷