TRENDING:

হরিয়ানায় স্বপ্না চৌধুরির নাচে খুশি হয়ে ভক্তরা তাজমহল বানাতে চাইলেন! ভাইরাল ভিডিও...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: স্বপ্না চৌধুরি নিজের নাচের জন্য বিহার থেকে শুরু করে উত্তর প্রদেশ, ছত্তিশগড় সব জায়গাব বিখ্যাত। স্বপ্নার স্টেজে উঠে গান ও নাচের মধ্যে আলাদা একটা মজা আছে। রিয়ালিটি শোতে অংশ নেওয়ার পর থেকে স্বপ্নাকে এখন সকলেই চেনে। কিন্তু স্বপ্না নিজের নাচ ছাড়তে চান। কারণ এই নাচ দিয়েই মানুষ তাঁকে চিনেছে।
advertisement

সম্প্রতি হরিয়ানাতে তাঁর একটা নাচের শো ছিল। সেখানে স্বপ্না গাইছিলেন এলকটা গান যার লিরিক ছিল,'হরিয়ানা মে বানা দু তেরি খাতির তাজ.. মেয় তেরা শেহজাদা, তু মেরি মুমতাজ।' এই গান ও নাচে সকলে পাগল হয়ে যান। তারপর এই নাচের পর লোকজন বলতে থাকে হরিয়ানায় এবার তাজমহল হবে। আর স্বপ্না আমাদের মুমতাজ। স্বপ্না যে খুব অসাধারণ নাচ করেন তা কিন্তু না। তবে তাঁর চোখে মুখে নাচের সময় এক অদ্ভুত আবেদন ফুটে ওঠে। যার জন্য সকলে তাঁকে পছন্দ করে। দেখুন সেই নাচ---

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
হরিয়ানায় স্বপ্না চৌধুরির নাচে খুশি হয়ে ভক্তরা তাজমহল বানাতে চাইলেন! ভাইরাল ভিডিও...