কারণ, বরুণ নিজেই এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'পিতৃত্ব, যদিও এখনও আমার ছেলের নাম ঠিক হয়নি, দয়া করে সাহায্য করুন'। অর্থাৎ, কুকুরটির এখনও কোনও নামকরণ করতে উঠতে পারেননি বরুণ। সে কারণে ভক্তদের কাছেই সাহায্য চেয়েছেন তিনি। লিখেছেন, কুকুরছানার নাম ঠিক করতে তাঁকে সাহায্য করতে। বরুণের এই পোস্ট স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে নেটিজেনের। অভিনেতার একাধিক সহকর্মীও কমেন্ট করেছেন। তালিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, টাইগার শ্রফ। রয়েছেন বানিতা সান্ধু, জোয়া আখতার, সোফি চৌধুরি।
advertisement
গত সপ্তাহেই মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করার ছবি পোস্ট করেছিলেন বরুণ। ছবি পোস্ট করে ক্যাপশনে বরুণ লিখেছেন, ছোটবেলায় মুম্বইয়ে বৃষ্টি হলেই খেলতে ভালোবাসতাম। এখন কাজের মধ্যে রয়েছি বলে বর্ষাকালকে সেভাবে উপভোগ করা হয় না। অভিনেতা ছবিগুলি আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, বলিপাড়া বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন বরুণ। গতবছর, অ্যামাজন প্রাইমে(Amazon Prime Video)মুক্তি পেয়েছিল তাঁর বহুপ্রতিক্ষিত ছবি কুলি নম্বর ওয়ান(Coolie No 1)। যদিও সিনেমাটি দর্শকদের মনে সেভাবে দাগ কাটাতে পারেনি। তার আগে কলঙ্ক(Kalank)এবং স্ট্রিট ডান্সার থ্রিডি(Street Dancer 3D)দুটি ছবিই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল।
তবে ব্যাক টু ব্যাক ফ্লপ হওয়ার পরেও বরুণের হাতে ছবির কমতি নেই। পরিচালক অমর কৌশিকের (Amar kaushik) ভেড়িয়া (Bhediya) ছবিতে তিনি রয়েছেন। বিপরীতে অভিনয় করছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। এছাড়া দক্ষিণী পরিচালক অ্যাটলি (Atlee Kumar) তাঁকে থেরি (Theri) ছবির রিমেকে অভিনয় করার অফার দিয়েছেন। উল্লেখ্য, থেরি দক্ষিণী সুপারস্টার বিজয়ের (Vijay) অন্যতম সুপারহিট সিনেমা। ছবিটি নিয়ে অভিনেতা-পরিচালক দুপক্ষের তরফ থেকে অফিসিয়ালি কথাবার্তা হয়ে গিয়েছে। যদিও থেরির হিন্দি ভার্সনে বরুণের বিপরীতে কোন অভিনেত্রী থাকছেন, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।