পেশায় জুয়েলারি ডিজাইনার সাবা আলি খান বরাবরই নিজের সোশ্যাল মিডিয়ায় পরিবারের নানা সদস্যের ছবি শেয়ার করেন। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন জেহর ছবি। তাতে লিখেছেন, 'আমার জেহ জান, এখন ও সব সময় তোমাকে ভালোবাসি'। সাবার কোলে জেহকে দেখা গিয়েছে। ক্রিম রঙের জামার উপর বিব লাগানো রয়েছে তার। পিসির সঙ্গে জেহও ক্যামেরায় লুক দিয়ে পোজ দিতে শিখেছে দেখা যাচ্ছে। ছবিও নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Jeh Ali Khan Viral)।
advertisement
সাবা আলি খান বরাবরই নিজেকে খানিকটা অন্তরালেই রাখেন। তবে সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তিনি এবং নিয়মিত সেখানে নানা ধরনের পোস্ট করেন। তাঁর সোশ্যাল দেওয়ালে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে পরিবার। সম্প্রতি তিনি ভাস্তা তৈমুর আলি খান ও ভাস্তি ইনায়া খেমুর ছবি শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, 'আমার বেবিরা। গেস করুন কাল কার ৪ বছর হচ্ছে?' এই পোস্টের কমেন্ট সেকশনে এক নেটিজেন সাবাকে প্রশ্ন করেন, 'ওরা কি আদৌ আপনার জন্য ভাবে?' অর্থাৎ, তিনি বলতে চেয়েছেন গোটা পটৌদি পরিবারের কথা। যেখানে পরিবারের সকলের ছবি সাবা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন, সেখানে অন্যরা কেউই সেভাবে সাবার কোনও কথা বা ছবি শেয়ার করেন না (Saba Ali Khan on Troll)।
ট্রোলের এই প্রশ্ন অবশ্য একেবারেই পছন্দ হয়নি সাবার। সে কারণে, যোগ্য জবাব দিতেই ছাড়েননি তিনি। পাল্টা সাবা লিখেছেন, 'সেটা আপনাকে কেন ভাবাচ্ছে?' তারই সঙ্গে মুখ বন্ধ রাখার ইমোজিও শেয়ার করেছেন সাবা। অর্থাৎ, তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, অকারণ এ সব বাজে প্রশ্নের উত্তর দিতে বা তা নিয়ে ভাবতে রাজি নন সাবা আলি খান। কিছুদিন আগেও সাবাকে সোশ্যাল মিডিয়ায় করিনার দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে ট্রোলিংয়ের প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। তিনি করিনা ও জেহর একটি ছবি পোস্ট করে জেহর নামকরণ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।
আরও পড়ুন: ছোট ছেলের নামকরণ নিয়ে নোংরা আক্রমণ করিনাকে, জবাবে পাল্টা দিলেন নায়িকা!