TRENDING:

শুনে নিন শাহরুখ খানের ছেলে আরিয়ানের কণ্ঠস্বর ! তিনি বলিউডের নতুন স্টার 'সিম্বা'

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শাহরুখ খান সব সময় অভিনয়ের সেরা কিং খান। সাফল্য তাঁকে প্রতি পদক্ষেপে ছুঁয়ে যায়। তিনি একবার এগোতে শুরু করলে আর পিছন ফিরে তাকান না। সিনেমা চলুক বা না চলুক শাহরুখ তাঁর কাজটা মন দিয়েই করেন। নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করতে তিনি সব সময় সবার আগে। তবে আজ শাহরুখ খানের জীবনের সবচেয়ে গর্বের দিন। কারণ বাবা যত বড়ই হোন না কেন, তাঁর সন্তান কিছু করলে তা সব সময়ই গর্বের হয়।
advertisement

সামনে এসেছে 'দ্য লায়ন কিং'-এর টিজার। এর আগের টিজারে দেখা গিয়েছিল শাহরুখ গলা দিয়েছেন ছোট্ট সিংহ ছানা সিম্বার বাবা মুস্তাফার চরিত্রে। আর তাঁর ছেলে আরিয়ান খান ছোট্ট সিম্বার গলায় নিজের আওয়াজ দিয়েছেন। সেই গলার আওয়াজ শুনলে আপনি চমকাতে বাধ্য। একেবারে যেন শাহরুখ খানের গলা। শুনলেই বুকের ভেতর যেন কেমন একটা করে ওঠে। কি করে আরিয়ানের গলা একেবারে শাহরুখের মতোই হতে পারে। বোঝা যাচ্ছে আরিয়ান বাবার পথেই হাঁটবেন। বাবার মতো সাফল্য তাঁকেও ছুঁয়ে যাবে।নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাহরুখ খান ছবির টিজার পোস্ট করে লেখেন, "আমার সিম্বা"---

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুনে নিন শাহরুখ খানের ছেলে আরিয়ানের কণ্ঠস্বর ! তিনি বলিউডের নতুন স্টার 'সিম্বা'