একটু ভাল করে দেখলেই বোঝা যাবে ইনি সাইনা নন, শ্রদ্ধা কাপুর ৷ তবে সাইনার বেশে ৷ কারণটা তো বেশিরভাগেরই জানা ৷ সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন শ্রদ্ধা ৷ এদিন সেই ছবির ফার্স্ট লুকই এল সামনে ৷ যা দেখে এককথায় ফুল মার্কস দিচ্ছেন সমালোচকরা ৷ অনেকেই মনে করছেন, শ্রদ্ধাকে দুর্দান্ত মানিয়েছে ব্যাডমিন্টন তারকার চরিত্রে ৷
advertisement
সম্প্রতি নিজের ইনস্টাগ্রেম এই ছবিটি শেয়ার করেছেন স্বয়ং নায়িকা ৷ লাল টি-শার্ট, নীল স্কার্ট, হাতে ব্যাডমিন্টন র্যাকেট, অন্যহাত মুষ্ঠিবদ্ধ ৷ এনার্জিতে পূর্ণ তাঁর ভঙ্গিমা ৷ শ্রদ্ধার এই নয়া অবতার কিন্তু নজর কাড়ছে সিনেপ্রেমীদের ৷
আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার ভিডিও কলিংয়ের ছবি প্রকাশ্যে, সোশ্যাল মিডিয়ায় হইচই
এই মুহূর্তে জোর কদমে চলছে শ্রদ্ধার ব্যাডমিন্টনের প্রশিক্ষণ ৷ পর্দায় সাইনা হয়ে উঠতে ৪০টি ক্লাস করেছেন নায়িকা ৷ শ্রদ্ধা জানালেন, ‘‘এটা খুবই কঠিন একটা খেলা ৷ তবে আমি নিজের মতো করে খুবই এনজয় করছি ৷ সাইনার জার্নিটাও আমাকে খুব উৎসাহ দেয় ৷ ব্যর্থনা, আঘাত, জয়...সবটাই আমি নিজের ক্ষেত্রেও রিলেট করতে পারি ৷’’
আসোল গুপ্তর পরিচালনায় শুরু হয়ে গিয়েছে সাইনার বায়োপিকের শুটিং ৷ এখন সাইনারূপী শ্রদ্ধাকে বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন দর্শকরা ৷