TRENDING:

#MeToo কেসে বদলা না নিয়ে নানা পটেকরকে কোনও ভাবেই ছাড়বেন না তনুশ্রী দত্ত ! নিলেন নতুন পদক্ষেপ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তনুশ্রী দত্ত বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ভাল কাজ করে নাম করেছিলেন। কিন্তু খুব অল্প দিনই তাঁকে কাজ করতে দেখা যায়। কাজ ছাড়ার পর তনুশ্রীর চেহাড়াতেও বেশ পরিবর্তন আসে। তিনি অনেকটাই বদলে যান। কিন্তু তিনি যখন কাজ করতেন সেই সময় নানা পটেকর তাঁর সঙ্গে অশালীন আচরন করেন। এবং সেই কারণে তনুশ্রী মিটু অভিযোগ আনেন নানা পটেকরের বিরুদ্ধে। সেই অভিযোগে কেসও চলে নানার বিরুদ্ধে। তবে নানা ওই কেসে ক্লিন চিট সার্টিফিকেট পেয়ে যান।
advertisement

যদিও এতে দমে যাওয়ার পাত্রী নন তনুশ্রী। নানাকে তিনি কিছুতেই মিটু কেস থেকে মুক্তি পেতে দেবেন না। আর সেই জন্যই তিনি নানার ক্লিন চিট পাওয়ার পর আবারও তনুশ্রী প্রোটেস্ট পিটিশন ফাইল করার সিদ্ধান্ত নিলেন। তবে এই কেসে তনুশ্রীকে আদালত কোনও শুনানি দিল না। কারণ, উকিল থেকে শুরু করে সকলে কোর্টে উপস্থিত থাকলেও ওশিওয়াডা পুলিশ অফিসের একজন অফিসারও সেদিন কোর্টে উপস্থিত না থাকার জন্য শুনানির ডেট পিছিয়ে গেল সেপ্টেম্বরের ৭ তারিখ। তবুও তনুশ্রী ছাড়ার পাত্রী নয়। এই লড়াইয়ের শেষ তিনি দেখে ছাড়বেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo কেসে বদলা না নিয়ে নানা পটেকরকে কোনও ভাবেই ছাড়বেন না তনুশ্রী দত্ত ! নিলেন নতুন পদক্ষেপ