আয়ুষ্মান আর তাহিরার বিয়ে হয় ২০০৮ সালের নভেম্বরের । এক যুগ অর্থাৎ প্রায় ১২ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তাঁরা । স্মৃতির সারণী বেয়ে হঠাৎই যেন সেই দিনটায় পাড়ি জমালেন তাহিরা । শেয়ার করলেন ১২ বছর আগের সেই দিনের ছবিও ।
সেই সময় বেশ ঠান্ডা পড়েছিল । তাই তাহিরাকে সঙ্গে রাখতে হয়েছিল নোজাল ড্রপ । কিন্তু তা বলে কী নিজের বিয়েতে সাজুগুজু না করলে চলে? তাহিরা তাই স্লিভলেসের সঙ্গে সঙ্গী করে নিয়েছিলেন নোজাল ড্রপকেও । পোস্ট সে কথাও লিখলেন মশকরা করে । সেই পোস্টে আবার মিষ্টি কমেন্ট করলেন আয়ুষ্মান । লিখলেন, ‘নো ফিল্টার, নো মেকআপ’ ।
গত বছরের বিবাহ বার্ষিকীর দিন সঙ্গীত আর বিয়ের সময়ের দু’টি ছবি শেয়ার করে করেছিলেন তাহিরা । লিখেছিলেন, ‘‘১১ বছর আগে আমরা একে অপরকে পেয়েছিলাম...এখনও মনে আছে ওই দিন আবার হৃদপিণ্ড যেন লাফাচ্ছিল, ১০ গুণ বেশি ধুকধুক করছিল...এখনও করে তবে হয়তো অন্য কারণে...মজা করছি, তুমি এখনও আমার কাছে সেই আগের মতোই আছো ।’’
আয়ুষ্মানও তাহিরার মেহন্দির একটা ছবি শেয়ার করে লেখেন, ‘‘সুন্দর এই মেয়েটার সঙ্গে ১১ বছর... এই ছবিটা পোস্ট করার আগে আমি আমার সমস্ত ধরনের প্রজাপতিকে পেয়ে গিয়েছি...উমমম..হ্যাপি অ্যানিভার্সারি ।’’