TRENDING:

সাসপেন্সের অবসান! 'দাবাং থ্রি'র পরিচালক প্রভুদেবা

Last Updated:

আর সাসপেন্স নয়! প্রকাশ্যে এল 'দাবাং থ্রি'-র পরিচালকের নাম। তিনি আর কেউ নন। কোরিওগ্রাফার, পরিচালক প্রভুদেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আর সাসপেন্স নয়! প্রকাশ্যে এল 'দাবাং থ্রি'-র পরিচালকের নাম। তিনি আর কেউ নন। কোরিওগ্রাফার, পরিচালক প্রভুদেবা। তাঁর ভাষায়, " সলমন, আরবাজকে না বলার ক্ষমতা আমার নেই! আমাদের বন্ধুত্ব বহুদিনের । যদিও আমি 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির আগের দুটো ছবি দেখিনি, কিন্তু এটা নিশ্চিত করছি, এখানেও চুলবুল পান্ডের স্বভাবজাত 'মস্তি' বজায় থাকবে। সঙ্গে যোগ হবে আমার টুইস্ট! আশা করছি, দর্শকের পছন্দ  হবে।"
advertisement

file photo

এই সিরিজের প্রথম ছবি 'দাবাং'-এর পরিচালক ছিলেন অভিনব কাশ্যপ। 'দাবাং টু'-এর আরবাজ খান। তৃতীয় ছবির ক্ষেত্রেও  শুধুমাত্র পরিচালকই বদলাচ্ছে। ছবির মূল কাস্টিং থাকছে একই। সঙ্গীত পরিচালনাও করছেন সাজিদ ওয়াজিদই।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে সলমন অভিনীত 'ওয়ান্টেড'-এর পরিচালক ছিলেন প্রভুদেবা। ছবিটা বিপুল হিট করেছিল। এই মুহূর্তে  ভারতীয় বক্সঅফিসে সুপারহিট ফিল্ম সিরিজ-এর তালিকায় 'দাবাং' রয়েছে পঞ্চম স্থানে। দেখা যাক,  'দাবাং থ্রি' মুক্তির পর সেই স্থান এগোয় না পিছোয়!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাসপেন্সের অবসান! 'দাবাং থ্রি'র পরিচালক প্রভুদেবা