TRENDING:

স্যুইমিংপুলে মেয়েদের সামনেই বয়ফ্রেন্ডের কোলে চড়ে বসলেন সুস্মিতা, দেখুন সেই হট ভিডিও

Last Updated:

কালো মনোকিনি পরে জলে নেমেছিলেন সুস্মিতা ৷ সঙ্গে ছিল ছোট মেয়ে আলিশা ও রোহমান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জীবনকে চেটেপুটে উপভোগ করা কাকে বলে প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছ থেকে শিখে নিতে হয় ৷ জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে এনজয় করেন সুস্মিতা সেন ৷ সেই ছবি আর ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement

সম্প্রতি ছিল সুস্মিতার ভাইয়ের বিয়ে ৷ রাজীব আর চারুর গ্র্যান্ড ওয়েডিং সেরে দুই মেয়ে, রেনে-আলিশা ও বয়ফ্রেন্ড রোহমান শলকে নিয়ে দুবাই ট্যুরে গিয়েছেন সুস্মিতা ৷ সেখানে গিয়েও একের পর এক সেলিব্রেশনের ছবি পোস্ট করছেন বং বিউটি ৷ এবার শেয়ার করলেন স্যুইমিং পুলে স্নানের ভিডিও ৷

কালো মনোকিনি পরে জলে নেমেছিলেন সুস্মিতা ৷ সঙ্গে ছিল ছোট মেয়ে আলিশা ও রোহমান ৷ আলিশা দূর্দান্ত মারমেড স্যুইম করছিল ৷ মা’কেও সে এইভাবে সাঁতার কাটতে বলে ৷ মেয়ের দেখাদেখি সুস্মিতাও ট্রাই করেন ৷ এরপরেই আনন্দে দিশেহারা হয়ে রোহমান কোলে তুলে নেন সুস্মিতাকে ৷ আলিশা তাঁদের উপর ছুঁড়ে দেয় জল ৷ গোটা ঘটনাটিরই ভিডিও করে রাখে রেনে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্যুইমিংপুলে মেয়েদের সামনেই বয়ফ্রেন্ডের কোলে চড়ে বসলেন সুস্মিতা, দেখুন সেই হট ভিডিও