সুশান্তের পরিবার প্রথম থেকেই দাবি জানিয়েছিল, সুশান্তকে মাদকাশক্ত করেছিলেন রিয়া । তাঁকে চা-কফিতে মিশিয়েও ড্রাগ খাওয়ানো হত। সুশান্তকে নিজের নিয়ন্ত্রণে রাখতে নানারকম কৌশল নাকি ব্যবহার করতেন ‘জলেবি’ নায়িকা । এ বার প্রকাশ্যে এল রিয়া, শৌভিক, সিদ্ধার্থ পিঠানির মেসেজের স্ক্রিনশট ।
সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থের উপরেও রয়েছে সন্দেহের তীর । বারংবার জেরা করা হচ্ছে তাঁকে । মনে করা হচ্ছে তাঁরও হাত ছিল এই মৃত্যুতে । সুশান্তের মৃতদেহ সবার আগে দেখেছিলেন সিদ্ধার্থই । পরিবারের কেউ যাওয়ার আগেই বন্ধুর মৃতদেহ নামিয়ে এনেছিলেন তিনি ।
advertisement
এ বার দেখা যাচ্ছে, রিয়া ও তাঁর ভাই শৌভিকের সঙ্গে সাংকেতিক ভাষায় কিছু কথাবার্তা বলেছেন তিনি । সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি । সেখানে দেখা যাচ্ছে ‘ডোবি’, ‘ব্ল্যাকবেরি কুশ’ প্রভৃতি জিনিস আনা-নেওয়ার ব্যাপারে কথা বলেছেন তাঁরা । ব্ল্যাকবেরির ছবিও পাঠানো হয়েছে । এগুলি আসলে মাদক মেশানো সিগারেট ।
এই স্ক্রিনশট শেয়ার করে শ্বেতা লিখেছেন, ‘এ গুলো ঠিক কী চলছে?’ এই ট্যুইটে আবার সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে মেসেজ করেছেন, ‘হোয়াট! শকড!’ মেসেজে আরও এক ব্যক্তির উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে । তাঁর নাম আয়ুশ এসএসআর ।