কিন্তু কেন দানা বেঁধেছিল অবসাদ ? অর্থকষ্ট? বলিটাউনের স্বজনপোষণ ? ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তর জানা নেই কারও, নানা মুণির নানা মত! মৃত্যুর তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ-ও। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একেবারে সাধারণ নাগরিক থেকে তারকা, সুশান্তের কাছের বন্ধুরাও!
সম্প্রতি সুশান্ত ও তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু, প্রযোজক সন্দীপ সিং সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। তিনি অঙ্কিতাকেই সুশান্তের আদর্শ জীবনসঙ্গী বলে উল্লেখ করেন। তাঁর মতে, অঙ্কিতাই ছিল সুশান্তের একাধারে মা, বন্ধু ও প্রেমিকা।
advertisement
এই পোস্টের উত্তরে মুখ খুললেন কঙ্কনার বোন রঙ্গোলি! কেন বিচ্ছেদ হল সুশান্ত-অঙ্কিতার ? বিস্ফোরক রঙ্গোলি! তাঁর মতে, সুশান্তের 'ফ্যান্সি বলিউড' পিআর-এর জন্যই দু'জনের বিচ্ছেদ হয়। সুশান্তের নিয়োগ করা সেই পিআর নাকি তাঁকে বুঝিয়েছিলেন, ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট হতে গেলে হেভিওয়েট-দের সঙ্গেই মিশতে হবে। মালাড-এ থাকলে, একজন টেলিভিশনের তারকার সঙ্গে সম্পর্ক রাখলে বলিউডে নাম করা অসম্বব! পিআর-ই নাকি মাথা ঘুরিয়ে দেয় সুশান্তের! আর তারপরই অঙ্কিতার ফ্ল্যাট ছেড়ে চলে আসেন সুশান্ত!