TRENDING:

সানির পাশে গোটা বলিউড

Last Updated:

সম্প্রতি এক টেলিভিশন চানেলের সাক্ষাৎকারে যথেষ্ট অস্বস্তিজনক প্রশ্নের সম্মুখীন হতে হয় সানি লিওনকে ৷ সাক্ষাৎকার জুড়ে অধিকাংশ সময় সানিকে তাঁর অতীত নিয়ে খোঁচা দিতে দেখা যায় ওই সংশ্লিষ্ট চানেলের সাংবাদিককে ৷ প্রশ্নগুলি যথেষ্ট অপমানজনক হলেও হাসিমুখেই সব প্রশ্নের জবাব দিয়েছিলেন সানি ৷ কিন্তু এই ঘটনা মোটেই ভালো চোখে দেখছে না বলিউডের অধিকাংশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই :  সম্প্রতি এক টেলিভিশন চানেলের সাক্ষাৎকারে যথেষ্ট অস্বস্তিজনক প্রশ্নের সম্মুখীন হতে হয় সানি লিওনকে ৷ সাক্ষাৎকার জুড়ে অধিকাংশ সময় সানিকে তাঁর অতীত নিয়ে খোঁচা দিতে দেখা যায় ওই সংশ্লিষ্ট চানেলের সাংবাদিককে ৷ প্রশ্নগুলি যথেষ্ট অপমানজনক হলেও হাসিমুখেই সব প্রশ্নের জবাব দিয়েছিলেন সানি ৷ কিন্তু এই ঘটনা মোটেই ভালো চোখে দেখছে না বলিউডের অধিকাংশ ৷ আগেই সানির পাশে দাঁড়িয়েছিলেন আমির খান। সানির সঙ্গে কাজ করতে তাঁর ভালই লাগবে এবং সানির ‘অতীত’ নিয়ে তাঁর কোনও সমস্যা নেই বলে ট্যুইটারে জানিয়েছিলেন আমির। এরপর বিদ্যা বালন, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, ফারহা খান থেকে শুরু করে তাবড় বলি-তারকা সানির সমর্থনে ট্যুইট করা শুরু করেন৷ বিদ্যা বালন বলেন, ‘সমাজের স্বঘোষিত নীতিবাদীদের চেয়ে সানি লিওন অনেক বেশি সম্মান দেখিয়েছেন৷’ আলিয়া লেখেন, ‘ওটা কোনও মতেই সাক্ষাৎকার অন্তত ছিল না! সাংবাদিক নিজের বিদ্বেষপূর্ণ বক্তব্যের শেষে একটা করে প্রশ্নচিহ্ন জুড়ে দিচ্ছিলেন শুধু ৷ কোনও সৌজন্যবোধই নেই!! ’ এভাবে বলিউডকে পাশে পেয়ে স্বভাবতই খুশি সানি ৷ ট্যুইটারে সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সানির পাশে গোটা বলিউড