তা এ হেন সুপার হিট, তুমুল হট সুহানা যদি কাউকে প্রকাশ্যেই জড়িয়ে ধরেন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন আবার ‘আই লভ ইউ’ বলেন, তা হলে তা খবর হবে বৈকি । কিন্তু পাঠকরা যে সম্পর্কের কথা ভাবছেন এই সম্পর্ক অবশ্য তার থেকে অনেকটাই আলাদা । কথা হচ্ছে কিং খানের তিন ছেলে-মেয়ে, তাঁদের সম্পর্ক আর তাঁদের বন্ডিং নিয়ে ।
advertisement
কারণ, গত রবিবার ছিল রাখির দিন । আপতভাবে উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও রাখি আসলে সম্প্রতির উৎসব । সেখানে জাত, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে পবিত্রতা আর বন্ধনই বেশি প্রাধান্য পায় । ভাইবোনের সম্পর্ককে আরও দৃঢ়, আরও মধুর করে এই উৎসব । আর বলিটাউনের জনপ্রিয় ভাইবোনদের মধ্যে শাহরুখের ছেলেমেয়েরা যে অন্যতম তা তো আর বলার অপেক্ষা রাখে না ।
আরিয়ান খান (Aryan Khan), সুহানা খান (Suhana Khan) আর আব্রাম খান (AbRam Khan) নাম গুলো সকলের কাছেই ভীষণ পরিচিত । সদ্যই ২০-র গণ্ডি টপকে ২১-এ পা রাখলেন সুহানা। আর আব্রাম এখন বছর আটেকের । সবচেয়ে বড় দাদা আরিয়ানের বয়স এখন ২৩ বছর ।
কিন্তু সুহানা এখন ‘মন্নত’-এ নেই । আর তাই এ বছর ভাইদের কাছে থেকে একসঙ্গে রাখি পালন করা আর হল না শাহরুখ-কন্যার । তিনি এই মুহূর্তে রয়েছেন পর্তুগালে । তাই পুরনো ছবি দিয়েই শুভেচ্ছা জানালেন দুই ভাইকে । ১৩ বছরের ছোট ভাই আব্রামকে আদরে ভালবাসায় ভরিয়ে দিলেন দিদি সুহানা । আর দাদা আরিয়ানের সঙ্গে তাঁর ছবি মন ভাল করে দিল । সেই ছবিতে অবশ্য তিন মূর্তি একই ফ্রেমে । ইনস্টার স্টোরিতে এই ছবি তিনটি শেয়ার করে সুহানা লিখেছেন, ‘লভ ইউ’ আর হিন্দিতে লিখেছেন ‘রাখি বন্ধন’ ।
এ মাসের শুরুতেই মা গৌরি খানের সঙ্গে সার্বিয়াতে গিয়েছিলেন সুহানা । সেখান থেকে মেয়ের লাস্যময়ী একটি ছবি পোস্ট করেছিলেন গৌরি । এ বার তিনি পর্তুগালে । সম্প্রতি সেখান থেকেও কালো পোশাকে, সূর্যাস্তের সময় দু’টি মোহময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুহানা খান । বর্তামানে ফিল্ম স্টাডিজ নিয়ে নিউ ইয়র্কে পড়াশোনা করছেন সুহানা ।