পোস্টটি কিছুক্ষণের মধ্যেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে 'আর্চিস' টিমকে শুভেচ্ছা জানিয়েছেন ফারহান আখতার। শোনা যাচ্ছে, ছবিতে অগস্ত্য আনন্দ-কে দেখা যাবে আর্চি অ্যান্ড্রুর চরিত্রে, খুশি বেটি আর সুহানা অভিনয় করবেন ভেরোনিকার চরিত্রে। প্রথম দিনের শ্যুটিং লোকেশন থেকে একটি ছবি ভাইরাল হয়েছে, যেটি দেখে চরিত্রায়ণ স্পষ্ট !
অতীতে একটি সাক্ষাৎকারে জোয়া আখতার জানান, '' আর্চিস-কে রিল-লাইফে আনতে পেরে আমি ভীষণ খুশি। আমার ছোটবেলা আর শৈশবের অনেকটা জুড়ে এই কমিক চরিত্রগুলো। গোটা বিশ্বে এই আইকনিক তিনটি চরিত্রের চাহিদা তুঙ্গে! এই কারণে যখন এই কমিক অবলম্বনে ছবি তৈরি করার সিদ্ধান্ত নিলাম, খানিক নার্ভাস-ই হয়ে পড়েছিলাম। এই ছবিটা একদিকে যেমন নস্টালজিয়া উসকে দেবে, অন্যদিকে এই প্রজন্মরও ভাল লাগবে ।''
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ পাঠরতা শাহরুখ তনয়া সুহানার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ২৪ লক্ষেরও বেশি। বর্তমানে পড়াশোনার সূত্রে অধিকাংশ সময় আমেরিকাতেই থাকেন সুহানা। ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ-কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।